আঁন্ধার পাড়ায় (নারী কবিতা) | মামুন মুনতাসির

আঁন্ধার পাড়ায় (নারীর কবিতা)

আমারে চিনো বাবু? দেখোতো আইসা কাছে
আমার ছোঁয়ায় হাজারো পুরুষ, নতুন কইরা বাঁচে।
ভুইলা গেলা বাবু সেই রাতেরি ক্ষণ?
যে রাইতে বাপরে বাইন্ধা, আমারে করিলো নির্যাতন
যৌবন নদীতে সাঁতার কাইটা নোঙর দিলো ঘাটে
আমারে নষ্টা বানাইতেগো বাবু,সালিশ বসাইলো হাটে।

মাটির দিকে চাইয়া রইলাম ছাড়লাম না ত বুলি
মাতবর মিয়া লাঠি বসাইলো পিঠের কাপড় খুলি
বাপ মইল্লো লজ্জা ঢাইকতে মা মইল্লো শোকে
শত হাত হাইটা আইলো আমার কচি বুকে।

সমাজপতি, লাখোপতি সব পতিদের ছ্যালা
রাইত হইলে বসাইতো যে, আমার ঘরে মেলা।

মুখ দেখাইতে না পাইরা ছাইড়া দিলাম ঘর
আপনজনরা সবই এখন হইয়া গেলো পর।
নিজের রাস্তা বাইচা নিতে আইলাম এ পাড়ায়
শত পুরুষ রয়গো বাবু, হাত দুখান বাড়ায়।

তোমরা কিরাম খারাপ মানুষ রাইতের বেলা বুঝি
“আঁন্ধার পাড়ায়” থাইকা আমি আসল মানুষ খুঁজি।

লেখক – মামুন মুনতাসির।

আরো পড়তে পারেন : তোমার জন্মদিন (জন্মদিনের কবিতা)

আপনি পড়তে পারেন এমন কিছু গল্প

০১. ছেঁড়া ব্লাউজ (নারী নিগ্রহের গল্প)

০২. তুমিতো বেজায় দুষ্টু! (অণুগল্প )

০৩. এক নির্যাতিতা স্ত্রীর ফরিয়াদ : একটি ঘটনা।

০৪. পিচ্ছি বউ -স্বামী স্ত্রীর রোমান্টিক প্রেমের গল্প। পর্ব ১-৫

০৫. আলাদিনের গল্প : আলাদিনের আশ্চার্য্য প্রদীপ

প্রিয় পাঠক পাঠিকা, লেখকের আঁন্ধার পাড়ায় কবিতাটি পাঠ করে ভালো লেগে থাকলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading