আপনার শিশুর ছেলেদের ইসলামিক নাম রাখার পূর্বে নিশ্চিত হোন আপনার চয়নকৃত নামটি হারাম নামের অন্তর্ভুক্ত কিনা। আমরা আজকের শিশুদের সুন্দর নামের তালিকাতে ছেলেদের হারাম নামগুলি বর্ণনা করেছি।
আজ আপনাদের একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। বাবা-মা হিসেবে আপনারা যারপরনাই আনন্দিত উল্লাসিত। আনন্দিত আপনার পরিবারের অন্যান্যও সদস্যরাও। একদিকে সবাই যেমন আনন্দিত, উল্লাসিত অপরদিকে এই ছেলে শিশুর নাম কি রাখা হবে তা নিয়ে সবাই ভাবান্বিত।
দাদা-দাদী, নানা-নানীসহ ফ্যামিলির অন্যান্যও মেম্বারেরাও আপনার ছেলের শিশুর নাম চয়ন করার জন্য বিভিন্ন নাম সাজেস্ট করে চলেছেন সবাই। ভেরি অয়েল, এটি খারাপ কিছু নই, প্রচেষ্টা করা ভালো। তবে আপনার ছেলের শিশুর জন্য যেই ইসলামিক নামটি চয়ন করেন না কেনো তা যেন হালাল হয়।
আপনার কিংবা আপনার পরিবারের সদস্যদের নির্বাচিত নামটি যেন হারাম নামের অর্ন্তভুক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। নামটি আরবি কিংবা শুনতে ইসলামিক মনে হলেই ঝাঁপিয়ে পড়া যাবে না। আপনার নবজাতক ছেলে শিশুর নাম টি চুড়ান্ত করার পূর্বে নামের অর্থ ও নামটি হারাম কি না জেনে বুঝে চুড়ান্ত করতে হবে। এটি আপনি সহজেই কিভাবে করবেন তা আপনাকে জানাতেই আমি ছেলেদের হারাম নামগুলি আমার বাংলা পোস্ট এ বর্ণনা করেছি যা আপনাকে হারাম নামগুলি বুঝতে সহজ করে দিবে। আমরা একটি ছেলেদের হারাম নামের তালিকা প্রস্তুত করেছি যা আপনি নিচে দেখতে পাবেন ।
ছেলেদের হারাম নামের তালিকা অর্থসহ!
প্রিয় পাঠক পাঠিকা, আমরা ছেলেদের হারাম নামগুলি বাংলা অর্থসহ দুই ভাষায় এখানে বর্ণনা করেছি। তাহলে চলুন ছেলেদের হারাম নাম ও হারাম নামের অর্থগুলি জেনে নেই!
০১. আব্দুল ওজ্জা – Abdul wazza.
অর্থ – meaning : ওজ্জার উপাসক। এটি হারাম নামের অন্তর্ভুক্ত এবং এই নামে কোনো শিশুর নামকরণ করা যাবে না।
০২. আব্দুস শামস – Abdus shams.
অর্থ – meaning : সূর্যের উপাসক । এটি হারাম নামের অন্তর্ভুক্ত। কারণ মুসলিমেরা সূর্যের উপাসনা করে না।
০৩. আব্দুল কামার- Abdul kamur.
অর্থ – meaning : চন্দ্রের উপাসক। হারাম নামের অন্তর্ভুক্ত। কারণ মুসলমানগণ চন্দ্র বা চাঁদের উপাসনা করে না।
০৪. আব্দুল মোত্তালিব – Abdul muttalib.
অর্থ- Meaning : মুত্তালিবের দাস। এটি হারাম বা নিষিদ্ধ নামসমুহের অন্তর্ভুক্ত। কারণ, প্রত্যেক মুমিন মুসলমান সকলেই আল্লাহর দাস। কোনো ব্যক্তি বা মানুষের দাস নয়।
০৫. আব্দুল কালাম – Abdul kalam.
অর্থ – Meaning : কথার দাস। হারাম নামের অন্তর্ভুক্ত। তাই ছেলে শিশুদের এই নামে নামকরণ যাবে না।
০৬. আব্দুল কাবা – Abdul kaba.
অর্থ – meaning : কাবা গৃহের দাস। নিষিদ্ধ বা হারাম নামের অন্তর্ভুক্ত। কারণ মুসলমানগণ কাবার ঘরের দাস নয়।
০৭. আব্দুল আলী – Abdul Ali.
অর্থ – Meaning : আলীর দাস। হারাম নামের অন্তর্ভুক্ত।
০৮. আব্দুল হুসাইন – Abdul Hossain.
অর্থ – Meaning : হোসাইনের দাস। হারাম নামের অন্তর্ভুক্ত।
০৯. আব্দুল আমীর – Abdul Amir.
অর্থ – Meaning : গর্ভনরের দাস। হারাম নামগুলোর অন্তর্ভুক্ত।
১০. আব্দুল মাবুদ – Abdul mabud.
অর্থ – Meaning : — । দুঃখিত! এই নামের অর্থ পাওয়া যায় নি। বিঃদ্রঃ মাবুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন ও হাদিসে আসেনি, আল্লাহর বিশেষণ হিসেবে এসেছে।
১১. আব্দুল মাওজুদ – Abdul mauzud.
অর্থ – Meaning : —দুঃখিত! নামের অর্থ অজানা। বিঃদ্রঃ মাওজুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন ও হাদিসে আসেনি।
১২. আব্দুন নবী-Abdun nabi.
অর্থ – Meaning : নবীর দাস! হারাম নামগুলোর অন্তর্ভুক্ত। কারণ, মুসলমানগণ কোনো নবীর দাস নয় এবং নবীদের উপাসনাও করে না।
১৩. গোলাম রসূল – Golam Rasul.
অর্থ – Meaning : রসূলের দাস। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। কারণ, মুমিনগণ কেউ কোনো রসূলের দাস নয়।
১৪. গোলাম নবী – Golam Nabi.
অর্থ – Meaning : নবীর দাস। হারাম ও নিষিদ্ধ নামের অন্তর্ভুক্ত। কারণ, কোনো মুমিন কোনো নবীর দাস নয়।
১৫. গোলাম মুহাম্মদ – Golam Muhammad.
অর্থ – Meaning : মুহাম্মদের দাস। নিষিদ্ধ ও হারাম নামগুলোর অন্তর্ভুক্ত। কারণ, কোনো মুমিন মুসলমান হযরত মুহাম্মদ (সাঃ)-এর দাস নয় এবং কেউ তাকে উপাসনাও করে না। তিনি প্রত্যেক মুমিন মুসলমানগণের পথপ্রদর্শক এবং শিক্ষক। অনেকে আবেগের বশবতী হয়ে নিজেকে রাসূলের গোলাম বলে স্বীকৃতি দেয় যা সঠিক নয়।
১৬. গোলাম আব্দুল কাদের – Golam Abdul Kader.
অর্থ – Meaning : আব্দুল কাদেরের দাস। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। তাই কোনো ছেলে শিশুকে এ নামে নামকরণ করা যাবে না। অনেক পীর ভক্ত বাবা মা বড়পীরের প্রতি অতিভক্তি প্রদর্শন করতে গিয়ে আব্দুর কাদের নামের আগে গোলাম শব্দ লাগিয়ে দেন যা খুবই নিন্দিনীয়।
১৭. গোলাম মহিউদ্দিন – Golam Mohiuddin.
অর্থ – Meaning : মহিউদ্দিনের দাস। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। তাই এই নামে কোনো শিশুর নামকরণ করা যাবে না।
১৮. গোলাম আলী – Golam Ali.
অর্থ – Meaning : আলীর দাস। নিষিদ্ধ ও হারাম নামগুলোর অন্তর্ভুক্ত।
১৯. গোলাম জিলানী – Golam jilani.
অর্থ – Meaning : জিলানির দাস। হারাম ও নিষিদ্ধ নামসমূহের অন্তর্ভুক্ত।
২০. গোলাম আম্বিয়া – Golam Ambia.
অর্থ – Meaning : নবীগণের দাস। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। কোনো বিশ্বাসীগণ নবীগণের দাস নয় এবং বিশ্বাসীগণের কেউ নবীগণের উপাসনা বা গোলামীও করে না।
২১. গোলাম আহমাদ – Golam Ahmad.
অর্থ – Meaning : আহমাদের গোলাম। হারাম ও নিষিদ্ধ নামসমূহের অন্তর্ভুক্ত।
২২. শাহেন শাহ – Shahen Shah.
অর্থ – Meaning : জগতের বাদশাহ। নিষিদ্ধ ও হারাম নামের অন্তর্ভুক্ত। কোনো মানুষ ইহকাল ও পরকালের বাদশাহ নয়। এটি আল্লাহর সিফতী নাম।
২৩. মালিকুল মুলক – Malikul mulok.
অর্থ – Meaning : রাজাধিরাজ। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত।
২৪. সাইয়্যেদুন নাস – sayyidun nas.
অর্থ – Meaning : মানব জাতির নেতা। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত।
২৫. মোবারক আলী – Mubarak Ali.
অর্থ – Meaning : আলীর বরকত। নিষিদ্ধ ও হারাম নামগুলোর অন্তর্ভুক্ত।
২৬. কোরবান আলী – Qurban Ali.
অর্থ – Meaning : আলীর জন্য উৎসর্গ। হারাম ও নিষিদ্ধ নামসমূহের অন্তর্ভুক্ত।
২৭. রাব্বি হাসান – Rabbi Hasan.
অর্থ – Meaning : প্রভু হাসান বা আমার রব। নিষিদ্ধ ও হারাম নামগুলোর অন্তর্ভুক্ত।
২৮. রাব্বি হুসাইন + হোসেন – Rabbi Hossain + Hossen.
অর্থ – Meaning : প্রভু হুসাইন (হোসেন)/ আমার রব। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। একজন মানুষ অন্য কোনো মানুষের প্রভু বা রব নয়।
২৯. রাব্বি – Rabbi.
অর্থ – Meaning : আমার রব বা পালনকর্তা। নিষিদ্ধ ও হারাম নামসমূহের অন্তর্ভুক্ত। কোনো মানুষ রব বা পালনকর্তা নয়।
নোট : প্রিয় পাঠক পাঠিকা, ছেলেদের নিষিদ্ধ ও হারাম নাম ও নামের অর্থ সমূহ জেনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই নামসমূহের হারাম হবার কারণ। তাই, অজ্ঞতা ও অজানাবশত কেউ যদি আপনাদের ছেলে শিশুদের এই নামগুলোর নামে নামকরণ করে থাকেন তাহলে অবশ্যই নামটি পরিবর্তন করুন। এবং আপনার চারপাশের কোনো অভিভাবক যদি ভুলবশত তাদের ছেলে শিশুর এই হারাম নামসমূহের দ্বারা নামকরণ করে ফেলে তাহলে দয়া করে সেসকল অভিভাবকগণকে অবহিত করুন। নিজে হারাম থেকে বাঁচুন, অন্যদেরকেও বাঁচান।
মুসলমান ছেলেদের জন্য হালাল ও উত্তম ইসলামিক নাম অর্থসহ!
আপনার শিশুর ছেলের জন্য সুন্দর ও হালাল ইসলামিক নাম রাখতে নিচের নামগুলির থেকে একটি নাম চয়ন করতে পারেন। এই নামের তালিকা গুলোতে আপনি অনেক উত্তম নাম পাবেন যা আপনার শিশু ছেলের জন্য দ্বিধাহীনভাবে চয়ন করতে পারেন।
০১. আল্লাহর গুণবাচক নাম : আপনার শিশুর ছেলের জন্য উত্তম নাম নির্বাচন করতে আল্লাহর গুণবাচক নাম সমূহের মধ্যে থেকে একটি নাম চয়ন করতে পারেন যার অর্থসমূহ খুবই ভালো এবং উত্তম পরিচয় বহন করে। ছেলেদের এই হারাম ও নিষিদ্ধ নামসমূহের পরিবর্তে আল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে থেকে একটি নাম নির্বাচন করে যা আপনার ছেলের জন্য অধিক সম্মান ও কল্যাণকর হবে।
০২. নবীজির গুণবাচক নাম : আপনার ছেলের শিশুর জন্য উত্তম নাম নির্বাচন করে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর গুণবাচক নাম সমূহের মধ্যে থেকে আপনার পছন্দীয় একটি নাম নির্বাচন করতে পারেন যার অর্থসমূহ খুবই সুন্দর ও উত্তম পরিচয় দান করে।
০৩. বরকতময় সাহাবীদের নাম : আপনার শিশু ছেলের সুন্দর নাম নির্বাচন করতে ৩১৩ জন বদরী সাহাবীদের নাম সমূহের মধ্যে থেকে একজন সাহাবীর নাম অনুকরনে আপনার ছেলে শিশুর নাম রাখতে পারেন যার অর্থসমূহ খুবই ভালো ও সুন্দর পরিচয় বহন করে।
Forbidden and haram name list for muslim boy with bengali meaning. We have collected prohibited names for Muslim boys which are illegal for Muslim boys to choose. Before choose your baby boys name learn about the forbidden names of Muslim boys and avoid them.
For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.