আল্লাহর নামের সাথে “আবদ” যুক্ত ছেলেদের নাম

আল্লাহর পছন্দের নাম দ্বারা আপনার নবজাতক ছেলে শিশুর ইসলামিক নাম রাখুন। আল্লাহর যে সুন্দরতম নাম সমূহ আছে তার পূর্বে ‘আবদ’ শব্দ যোগে করে শিশুদের নামকরণ করা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। 

আল্লাহর পছন্দের নাম
ছবি: আল্লাহর 3D ক্যালিগ্রাফি, ছবি Pixabay

এই পছন্দের বর্ণনায় রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ “ইবনে উমর (রা) বর্ণনাঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

সর্ব শক্তিমান মহান আল্লাহর কাছে তোমাদের নামগুলোর মধ্যে নিশ্চয়ই প্রিয়তম নাম আবদুল্লাহ ও আবদুর রহমান”। (মুসলিম, তিরমিযী ও আবূ দাঊদ)

শুধুমাত্র আল্লাহর নামে কোন ব্যক্তিকে ডাকলে তাতে আল্লাহর গুণের সাথে ঐ ব্যক্তিকে অংশীদার স্থাপন করা হয়, যা শির্ক।

যেমনঃ আল-খালেক (সৃষ্টিকর্তা) আল-মালেক (মহাধিপতি) আল-জব্বার (ক্ষমতাশালী) আল-রাজ্জাক (অন্নদাতা) ইত্যাদি ……..

এ ধরণের নামগুলোর হকদার হচ্ছেন একমাত্র আল্লাহই, অথচ আমাদের দেশে আরবী ভাষার অজ্ঞতার কারণেই প্রতি নিয়ত ডাকতে শুনা যায়, মালেক, রাজ্জাক, জব্বার ইত্যাদি নামে, যা এক কঠিন গোনাহর কাজ। সব থেকে ভাল নাম যেন মুসলিম ভাই-বোনের রাখতে পারে সেই সুবিদার্থে ‘আবদ’ সংযুক্ত আল্লাহর গুণ বাচক নামগুলো নিম্নে উল্লেখ করা হলো। মনে রাখবেন ‘ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। (বুখারী ও মুসলিম)

তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সুন্দরতার বাস্তবায়ন প্রত্যেক মুসলমানের কর্তব্য নামকরণের মধ্যেও সত্য, সুন্দর ও কল্যাণকর মানসিকতার বহিঃ প্রকাশ হওয়া উচিত। সেই মূল্যবোধই প্রত্যেক মুসলিমের মধ্যে হয়ে উঠুক বাস্তবায়িত। পরিশেষে মুসলিম ভাইদেরকে আহ্বান জানিয়ে বলিঃ আল্লাহর নামের পূর্বে আবদ, গোলাম, বখশ, ইত্যাদি শব্দ যোগ করে সন্তানদের নামকরণ করুণ এবং সেভাবেই তাঁদের ডাকতে অভ্যস্ত হোন।

আল্লাহর গুণবাচক নাম : ছেলে বাবুদের আল্লাহর পছন্দের ৯৯টি নাম ও নামের অর্থ!

ক্রমিক নং

বাংলা

ইংরেজী

অর্থ

০১.

আবদুল্লাহ

Abdullah

আল্লাহর বান্দা

০২.

আবদুর রহমান

Abdur Rahman

দয়ালুর বান্দা

০৩.

আবদুর রহীম

Abdur Rahim

করুণাময়ের বান্দা

০৪.

আবদুল মালিক

Abdul malik

মহাপ্রভুর বান্দা

০৫.

আবদুল কুদ্দুস

Abdul Quddus

অতীব পবিত্র বান্দা

০৬.

আবদুস সালাম

Abdus Salam

শান্তিদাতার বান্দা

০৭.

আবদুল মুমিন

Abdul Mumin

নিরাপত্তাদানকারী বান্দা

০৮.

আবদুল  মুহাইমিন

Abdul Mohaimin

রক্ষাকর্তার বান্দা

০৯.

আবদুল আযীয

Abdul Aziz

পরাক্রমশালীর বান্দা

১০.

আবদুল মুতাকাব্বির

Abdul motakabbir

গৌরবান্বিতের বান্দা

১১.

আবদুল খালেক

Abdul khalik

সৃষ্টিকর্তার বান্দা

১২.

আবদুল বারী

Abdul bari

ক্রুটিহীন স্রষ্টার বান্দা

১৩.

আবদুল মুসাওরির

Abdul mosawvir

আকৃতি সৃষ্টিকারীএ বান্দা

১৪.

আবদুল গাফফার

Abdul Gaffar

অত্যন্ত ক্ষমাশীলের বান্দা

১৫.

আবদুল কাহহার

Abdul Qahhar

পরাক্রান্তের বান্দা

১৬.

আবদুল ওয়াহহাব

Abdul Wahhab

দানশীলের বান্দা

১৭.

আবদুল রাজ্জাক

Abdul Razzak

রিযিকদাতার বান্দা

১৮.

আবদুল ফাত্তাহ

Abdul Fattah

বিজয়দাতার বান্দা

১৯.

আবদুল আলীম

Abdul Alim

মহাজ্ঞানীর বান্দা

২০.

আবদুল কাবিয

Andul Kabiz

আয়ত্তকারীর বান্দা

২১.

আবদুল মুকীত

Abdul Mokit

শক্তিদাতার বান্দা

২২.

আবদুল হাসীব

Abdul Hasib

হিসাবগ্রহণ কারীরবান্দা

২৩.

আবদুল জালীর

Abdul Jalil

মহিমান্বিতের বান্দা

২৪.

আবদুল করীম

Abdul karim

অনুগ্রহকারী বান্দা

২৫.

আবদুল রাকীব

Abdur Raqib

অবলোকনকারীর বান্দা

২৬.

আবদুল ওয়াসী

Abdul Wasi

সম্প্রসারণকারীর বান্দা

২৭.

আবদুল হাকীম

Abdul Hakim

মহাজ্ঞানীর বান্দা

২৮.

আবদুল ওয়াদূদ

Abdul Wadud

প্রেমময়ের বান্দা

২৯.

আবদুল মজীদ

Abdul Majeed

অসীম অনুগ্রহকারীর বান্দা

৩০.

আবদুল বায়েস

Abdul Bayes

রাসূল প্রেরণকারীর বান্দা

৩১.

আবদুল শাহীদ

Abdush Shaid

প্রত্যক্ষদর্শীর বান্দা

৩২.

আবদুল হাক্ব

Abdul Haque

সত্য প্রকাশের বান্দা

৩৩.

আবদুল ক্বাবী

Abdul Quvie

চরম শক্তিমানের বান্দা

৩৪.

আবদুল মাতীন

Abdul Matin

 ক্ষমতাবানের বান্দা

৩৫.

আবদুর ওয়াকী

Abdur Wakil

অভিবাবকের বান্দা

৩৬.

আবদুল ওয়ালী

Abdul Wali

অভিভাবকের বান্দা

৩৭.

আবদুল বাসিত

Abdul Basit

সম্প্রসারণকারী বান্দা

৩৮.

আবদুল খাফিজ

Abdul Khafiz

অবনতিদানকারীর বান্দা

৩৯.

আবদুর রাফী

Abdul Rafi

উন্নতিদানকারীর বান্দা

৪০.

আবদুল মুয়িয

Abdul Moiz

সম্মানদানকারী বান্দা

৪১.

আবদুস সামী

Abdus Sami

শ্রবণকারীর বান্দা

৪২.

আবদুল বাসীর

Abdul basir

দর্শনকারির বান্দা

৪৩.

আবদুল হাকাম

Abdul Hakam

বিধানদাতার বান্দা

৪৪.

আবদুল আদল

Abdul Adel

ন্যায় বিচারকারীর বান্দা

৪৫.

আবদুল লতীফ

Abdul Latif

অনুগ্রহ কারীর বান্দা

৪৬.

আবদুল খাবীর

Abdul Khabir

সর্বত্তোম বান্দা

৪৭.

আবদুল হালীম

Abdul Halim

ধৈর্যশীলের বান্দা

৪৮.

আবদুল আযীম

Abdul Azim

মহিমাময়ের বান্দা

৪৯.

আবদুল গাফুর

Abdul Gafur

ক্ষমাশীলের বান্দা

৫০.

আবদুস শাকূর

Abdush Shakur

কৃতজ্ঞতা ভাজনের বান্দা

৫১.

আবদুল কবীর

Abdul Kabir

সুবৃহৎ এর বান্দা

৫২.

আবদুল হামীদ

Abdul Hamid

প্রশংসা ভাজনের বান্দা

৫৩.

আবদুল মুবদী

Abdul Mobdi

প্রথম সৃষ্টিকারীর বান্দা

৫৪.

আবদুল মুয়ীদ

Abdul Moyeed

পুনরুত্থানকারীর বান্দা

৫৫.

আবদুল হাই

Abdul Hai

চিরঞ্জীবের বান্দা

৫৬.

আবদুল কাইয়ূম

Abdul Qaiyum

চিরস্থায়ীর বান্দা

৫৭.

আবদুল ওয়াজেদ

Abdul Wazid

সকল বস্তুত মালিকের বান্দা

৫৮.

আবদুল মাজিদ

Abdul Majid

মহান খ্যাতিমানের বান্দা

৫৯.

আবদুল ওয়াহিদ

Abdul Wahid

এক আল্লাহর বান্দা

৬০.

আব্দুস সামাদ

Abdus Samad

অমুখাপেক্ষীর বান্দা

৬১.

আবদুল কাদির

Abdul Qadir

ক্ষমতাবানের বান্দা

৬২.

আবদুল মুক্বতাদির

Abdul Moqtadir

সার্বভৌত্ব অধিকারীর বান্দা

৬৩.

আবদুল মুআখখির

Abdul Mookkhir

পশ্চাৎবর্তীকারীর বান্দা

৬৪.

আবদুল আউয়াল

Abdul Awwal

যিনি অদিতার বান্দা

৬৫.

আবদুল আখির

Abdul Akhir

যিনি আন্তর্তার বান্দা

৬৬.

আবদুল যাহের

Abdul Zahir

যিনি প্রকাশ্যতার বান্দা

৬৭.

আবদুল বাতেন

Abdul Batin

যিনি প্রকাশ্যতার বান্দা

৬৮.

আবদুল মাতাআলী

Abdul Mataali

সর্বশ্রেষ্ঠর বান্দা

৬৯.

আবদুল বাররী

Abdul Barri

অনুগ্রহকারীর বান্দা

৭০.

আবদুল তাত্তওয়ার

Abdul Tawwab

তাওবা গ্রহণকারীর বান্দা

৭১.

আবদুল মুন্তাকিম

Abdul Montaqim

প্রতিশোধ গ্রহণ কারীর বান্দা

৭২.

আবদুল আফূব্বি

Abdul Afubbi

বড় ক্ষমাশীলের বান্দা

৭৩.

আবদুর রাউফ

Abdur Ruf

অত্যন্ত দয়ালুর বান্দা

৭৪.

আবদুল মালিকুল মুলক

Abdul Malikul Mulk

রাজ্যাধিপরতি বান্দা

৭৫.

আবদুল মুক্বসিত্ব

Abdul Moqsit

অত্যাচার দশন কারীর বান্দা

৭৬.

আবদুল জামি

Abdul Jami

একত্রকারীর বান্দা

৭৭.

আবদুল গণী

Abdul Gani

সম্পদশালীর বান্দা

৭৮.

আবদুল মুগণী

Abdul Mogni

অভাব মোচনকারী বান্দা

৭৯.

আবদুল মানিউ

Abdul Mani

বাঁধাদানকারীর বান্দা

৮০.

আবদুল নাফি

Abdul Nafi

সুফল দাতার বান্দা

৮১.

আবদুন নূর

Abdul Noor

জ্যোতিমানের বান্দা

৮২.

আবদুল হাদী

Abdul Hadi

হেদায়াতকারীর বান্দা

৮৩.

আবদুল বাদী

Abdul Badi

প্রথম সৃজনকারির বান্দা

৮৪.

আবদুল বাকী

Abdul Baqi

চিরস্থায়ীর বান্দা

৮৫.

আবদুল ওয়ারিছ

Abdul Waris

উত্তরাধিকারীর বান্দা

৮৬.

আবদুর রশীদ

Abdur Rashid

সুপথ প্রদর্শকের বান্দা

৮৭.

আবদুস সবুর

Abdus Saboor

বড় ধৈর্যশীলের বান্দা

৮৮.

আবদুর রব

Abdur Rab

প্রতিপালকের বান্দা

৮৯.

আবদুর আহাদ

Abdur Ahad

এক আল্লাহর বান্দা

৯০.

আবদুশ শাফী

Abdus Shafi

রোগ মুক্তিদাতার বান্দা

৯১.

আবদুল হান্নান

Abdul Hannan

সহানুভূতিশীলের বান্দা

৯২.

আবদুল মান্নান

Abdul mannan

অনুগ্রহশীলের বান্দা

৯৩.

আবদুস সাত্তার

Abdus Sattar

দোষগোপনকারীর বান্দা

৯৪.

আবদুল মুনইম

Abdul Monyem

হিতৈষীশ বান্দা

৯৫.

আবদুল মু’তী

Abdul Moti

দয়াবানের বান্দা

৯৬.

আবদুল মুহসিন

Abdul Mohsin

দানশীলের বান্দা

৯৭.

আবদুল মাওলা

Abdul Moula

প্রভুর বান্দা

৯৮.

আবদুণ নসীর

Abdun Nasir

অধিক সাহায্যকারীর বান্দা

৯৯.

আবদুল মুহিত

Abdul Mohit

পরিবেষ্টনকারীর বান্দা

ছেলে বাবুদের আরও বিকল্প ইসলামিক নাম

০১. আ দিয়ে ছেলেদের সুন্দর ইসলামিক নাম 

০২. নবীজির গুণবাচক নামের তালিকা!

০৩. অ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

০৪. নবীজির ছেলেদের নাম

০৫. নূর শব্দ দিয়ে ছেলেদের আরবি নাম

৬. বাচ্চাদের রোমান্টিক নাম বাংলা অর্থসহ

আরও নাম পেতে নামের অর্থছেলেদের নাম টপিক্স এ যান। 

প্রিয় পাঠক/পাঠিকা, আশা করি ছেলে বাবুদের জন্য আল্লাহর ৯৯ টি গুণবাচক নাম ও নামের অর্থ গুলো পড়ে ও জেনে আপনার ভালো লেগেছে এবং যেকোনো একটি আল্লাহর গুণবাচক নাম আপনার ছেলে বাবুর জন্য চয়ন করবেন। ছেলে বাবুদের আরও বিকল্প নামগুলো পেতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর গুণবাচক নাম সমূহ জেনে নিন এবং একটি পছন্দীয় নাম নির্বাচন করতে পারেন।

For more update, please join our Facebook, Twitter, Instagram , Linkedin , Tumblr And Youtube channel .

1 thought on “আল্লাহর নামের সাথে “আবদ” যুক্ত ছেলেদের নাম”

  1. Good day! I simply want to give you a huge thumbs up for the great information you’ve got here on this post. I’ll be coming back to your web site for more soon.

    Reply

Leave a Comment