মুসলিম শিশুদের অপছন্দীয় বা মাকরুহ নাম অর্থসহ

আপনার নবজাতক শিশু ছেলের বা মেয়ের নাম নির্বাচন করার আগে নিশ্চিত হয়ে নিন আপনার চয়নকৃত নামটি মাকরুহ নামসমূহের অন্তর্ভুক্ত কি না। আমরা গত আর্টিকেলে ছেলেদের হারাম নাম সমূহ বর্ণনা করেছিলাম। আজকের আর্টকেলে ছেলে মেয়েদের অপছন্দীয় বা মাকরুহ নাম সমূহ বর্ণনা করবো যা আপনি সহজেই এ মাকরুহ নামগুলো এড়িয়ে যেতে পারেন। যেমন,

ইসলামি শরীয়তে ফেরাউন বা অন্যান্য অত্যাচারী শাসকদের নাম ব্যবহার করা মাকরূহ। যে নামগুলির কোনও অনাকাঙ্ক্ষিত অর্থ রয়েছে তা ব্যবহার করা মাকরূহ।

শিশু ছেলে মেয়েদের জন্য এ নামগুলো কেনো অপছন্দীয় বা মাকরুহ তাঁর ব্যাখ্যা নামসমূহের নিচে দেওয়া হবে। এই নামগুলো মাকরুহ জেনে আপনার কাছে খটকা লাগতে পারে কিন্তু ব্যাখ্যা জানলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তাহলে চলুন শিশু ছেলেদের ও মেয়েদের মাকরুহ বা অপছন্দীয় নাম ও নামের অর্থ জেনে নিই। 

শিশু মেয়েদের মাকরুহ নাম সমূহ!

মেয়েদের যে চারটি নাম ইসলামি শরিয়তে অপছন্দীয় সেই নামসমূহের একটি তালিকা নিচে দেওয়া হলোঃ

০১. রাবাহ (Rabah) 

অর্থ – Meaning : লাভবান। মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

০২. নাজীহ (Nazih )

অর্থ – Meaning : ধৈর্যশীল।  মাকরুহ বা অপছন্দীয় নামগুলোর অন্তর্ভুক্ত। 

০৩. আফলাহ (আফ্লাহ) (Aaflah) 

অর্থ – Meaning : সফলকাম, ঠোঁটফাটা। মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

০৪. বার্‌রা (Barra)

অর্থ – Meaning :  পূণ্যবতী। মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

শিশু ছেলেদের অপছন্দীয় নাম সমূহ!

ছেলে শিশুদের যে ১২ টি নাম রাখা ইসলামের শরীয়তে অপছন্দীয় সেই নামসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলোঃ

০১. ফেরাউন (Farwaun) 

অর্থ – Meaning : —- | দাম্ভিক ও অহংকারী শাসকের নাম যা মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

০২. হামান (Haman)

অর্থ – Meaning : দাম্ভিক ও অহংকারী শাসকদের নামে অন্তর্ভুক্ত এবং অপছন্দীয় বা মাকরুহ নামসমূহের অন্তর্ভুক্ত।

০৩. মোবারক (Mubarak)

অর্থ – Meaning : বরকতময়! মাকরুহ বা অপছন্দীয় নামসমুহের অন্তর্ভুক্ত। আবার অনেকেই মোবারক নাম রাখতে সমস্যা নেই বলে মতামত দিয়েছেন! 

০৪. কারুন (Karun)

অর্থ – Meaning : অফুরন্ত ফলদাতা। কারুন নামটি হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মের সংস্কৃত নাম। এছাড়াও কারুন নামটি দাম্ভিক ও অহংকারী শাসকদের নামের অন্তর্ভুক্ত। মুসলিম ছেলেদের জন্য মাকরুহ বা অপছন্দনীয় নামসমূহের অন্তর্ভুক্ত। View Source

০৫. ইয়াসীন (Yasin) 

অর্থ- Meaning : এটি আল কুরআনের একটি সূরার নাম যার অর্থ হযরত মুহাম্মদ (সাঃ)। আল কুরআনে আগত অস্পষ্ট শব্দগুলোর একটি। এ নাম মানুষের জন্য ঠিক নয়। অপছন্দীয় বা মাকরুহ নামের অন্তর্ভুক্ত।

০৬. মোহাম্মদ সাঈদ (Mohammad sayed)

অর্থ- Meaning : —! মাকরুহ বা অপছন্দীয় নামের অন্তর্ভুক্ত। মোহাম্মদ সাঈদ, এই নামের কোনটি ব্যক্তির নাম ও কোনটি ব্যক্তি পিতার তা এখানে অস্পষ্ট। যার কারনে এটি মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

০৭. রহমত উল্লাহ (Rahmat ullah) 

অর্থ – Meaning : আল্লাহর রহমত। মাকরুহ বা অপছন্দীয় নামেরগুলোর অন্তর্ভুক্ত। 

০৮. ইয়াসার (Yasar)

অর্থ – Meaning : বাম, সহজতা। অপছন্দীয় বা মাকরুহ নামের অন্তর্ভুক্ত। 

০৯. হামিম (Hamim)

অর্থ – Meaning : ঘনিষ্ঠ বন্ধু, একনিষ্ট বন্ধু। হামিম শব্দটি কুরআনে ২০ বার ব্যবহৃত হয়েছে। (view source)  তবে কুরআনের মধ্যে আগত অস্পষ্ট শব্দগুলোর মধ্যে একটি। মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

১০. মোহাম্মদ আহমাদ (Mohammd Ahmad) 

অর্থ – Meaning : —! কোনটি ব্যক্তির নাম ও কোনটি ব্যক্তির পিতার নাম তা এখানে অস্পষ্ট। তাই মোহাম্মদ আহমাদ নামটি মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

১১. ওয়ালিদ (Waleed-Walid) 

অর্থ – Meaning : নবজাতক (Newborn) ।  দাম্ভিক ও অহংকারী শাসকদের নামের অন্তর্ভুক্ত। মাকরুহ বা অপছন্দীয় নামসমূহের অন্তর্ভুক্ত। 

১২. ত্ব-হা (Toha)

অর্থ – meaning : ইশ্বরের কাছ থেকে উপহার। আল কুরআনের মধ্যে আগত অস্পষ্ট শব্দগুলোর মধ্যে একটি। মাকরুহ বা অপছন্দীয় নামের অন্তর্ভুক্ত। 

Source: We collected all the name and meaning from hadithbd and IslamQA and also another name meaning website.

Makrooh name, Which is disliked in Islamic law for Muslim boys and girls to choose. We’ve compiled a list of these makrooh names so you can avoid them.

For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.

Leave a Comment