বাংলাদেশের জনপ্রিয় ৫টি পর্যটন স্থান

ব্যস্ততার শহরের যান্ত্রিক কোলাহলে যেন নিষ্প্রান হয়ে পড়েছে জীবন! একটুতো চোখ বন্ধ করে বুকভরা স্বস্তির নিশ্বাস নিতে ইচ্ছে হয়! সময় যখন এমন কল্পনার জায়গায় নিজেকে একটু ভাবা হয়, তখনি পছন্দের ট্যুর নিয়ে নানাপ্রকার সন্দিহান জাগে! সমুদ্রের জলরাশি কিংবা পাহাড়ে  সমুদ্রের সমারোহ, কখনো অবিরাম ঝর্নার দ্বারা ব্যকুল হতে চাওয়া মনকখনোবা দুর দিগন্তে নীলিমার চিত্র আঁকার প্রয়াস। 

 তবে, আজকে চলুন জেনে নিই, বাংলাদেশের বিখ্যাত ৫টি  জনপ্রিয় পর্যটন স্থানের নাম, যা হতে পারে আপনার পছন্দের ভ্রমণ কিংবা অবকাশ যাপনের মধ্যে একটি

০১. কক্সবাজার : Cox’s bazar

নীল জলরাশির উপর প্রবল ঢেউ, সাথে মেঘের সাথে সমুদ্রের এক হওয়ার প্রতিফলন দৃশ্যসুর্যাস্ত দেখার অভিরাম প্রয়াসের সৌন্দর্য নির্ঘাত আপনাকে বাধ্য করবে ট্যুর ট্রিপ হিসেবে কক্সবাজারকে বেছে নিতেযেসকল স্থান আপনার কক্সবাজার ভ্রমণকে সফল করবে…

  •  কক্সবাজার সমুদ্র সৈকতঃ লাবনী, সুগন্ধা ও কলাতলী বীচ
  • মেরিন ড্রাইভ
  • ইনানী সমুদ্র সৈকত
  • হিমছড়ি
  • মহেশখালী: আদিনাথ মন্দির, স্বর্ন মন্দির ও রাখাইন পাড়া
  • দরিয়া নগর
 কক্সবাজার
ছবিঃ কক্সবাজার (cox’s bazar)

০২. রাঙ্গামাটি : Rangamati

 পাহাড়,ঝুলন্ত ব্রিজ ও মেঘঢাকা সাজেক এর বেশিষ্ট্যের কারনে রাঙ্গামাটি এখন প্রায় সকলের কাছেই বিখ্যাত পর্যটন স্থানের মধ্যে একটিরাঙ্গামাটির বিস্তৃত অঞ্চল জুড়ে পাহাড়ে ঘেরা চারিপাশ, ঝর্ণার জলরাশি, আঁকাবাকা পথে মেঘেদের শহর আপনাকে মুগ্ধ করবেইরাঙ্গামাটির যেসকল দর্শনীয় স্থান আপনার ভ্রমণকে সফল করবে, চলুন জেনে নি

  • সাজেক ভ্যালিঃ রাঙ্গামাটির ছাদ’ নামে বিখ্যাত এই পর্যটন স্থান আপনাকে হারিয়ে ফেলবে একগুচ্ছ স্বপ্নের দুনিয়ায়মেঘকে ছোায়র প্রয়াস যেন অসম্ভব কিছু নয়তা বারংবারই যেন প্রমানিত হতে চায়পছন্দের তালিকায় এখন সাজেক সবার শীর্ষে
  • কর্ণফুলী হ্রদ
  • কাপ্তাই লেক
  • ঝুলন্ত ব্রিজ
  • ঝর্না ( সুবলং, শুকনাছড়া, ধুপপানি, মুপোচ্ছড়া
  • কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে
  • বেতবুনিয়া ভু উপগ্রহ কেন্দ্র
  • কাট্টলি বিল এবং অন্যান্য! 

০৩. সেন্টমার্ন্টিন দ্বীপ : Sent martin island

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে চারিপাশে নারিকেল গাছের স্নিগ্ধতার ছোয়াসাথে কেয়াগুল্ম এবং সমুদ্রের জলরাশির স্পন্দনে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির অনবদ্য সৌন্দর্যেআশেপাশের নীলের সমারোহে, গোধুলির রং এ আপনার ব্যাকুল মন হারিয়ে যাবে নিঃসন্দেহে। এছাড়া, ছেড়া দ্বীপ এর আরও একটি আকর্ষণ।

০৪. সিলেট : Sylhet

প্রকৃতি প্রেমীদের জন্য সিলেটের মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বরনীয় মুহুর্তের ঝুলি রচিত হতে পারে বিশাল আকারেরকি নেই সিলেটে? আছে ঝর্না, নদী, পাহাড়ে ঘেরা চা-বাগান ও আরও মনোমুগ্ধকর জায়গা! চলুন একনজরে দেখে নি সিলেটের দর্শনীয় স্থানগুলোঃ

  • রাতারগুল( একমাত্র সোয়াম্প ফরেস্ট)
  • জাফলং
  • বিছানাকান্দি
  • লোভাছড়া পাথর কেয়ারী 
  • লোভাছড়া চা-বাগান
  • ভোলাগন্জ
  • মালনীছড়া চা-বাগান
  • হযরত শাহজালাল( রঃ)মাজার
  • হযরত  শাহ্পরান (রঃ) মাজার
  • সৈয়দ বোরহান উদ্দিন মাজার। (সিলেটের প্রথম মুসলমান)
  • তামাবিল
  • পান্থুমাই জলপ্রপাত 
  • মাধবকুন্ড জলপ্রপাত, বড়লেখা
  • শ্রীচৈতন্য দেব এবং অন্যান্য!

ছবিঃ রাতারগুল। ফটোগ্রাফারঃ গুলজার হুসাইন।
ছবিঃ বিছানাকান্দি। ফটোগ্রাফারঃ মাসরুর

০৫. বান্দরবান : Bandarban

দেশের বৃহত্তর পর্বতশৃঙ্গ ও দার্জিলিং নামে খ্যাত জনপ্রিয় পর্যটন স্থান সমুহ বান্দরবানে অবস্থিতঝর্না, পর্বতশৃঙ্গমেঘেঢাকা পাহাড়ে ঘেরা সুন্দরতম পার্বত্যজেলা বান্দরবান যেন কাল্পনিক সৌন্দর্যে আচ্ছন্ন কি কি সৌন্দর্য্যের মহিমা থাকছে এই বান্দরবান ট্যুরে চলুন জেনে নিঃ

  • নীলগিরি ( বাংলাদেশের দার্জিলিং
  • নীলাচল
  • কেওক্রাডাং(দেশের সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ
  • বগালেক
  • নাফাখুম জলপ্রপাত 
  • চিম্বুক
  • শৈলপ্রপাত ঝর্না
  • মায়ারন তং
  • তিন্দু
  • আলীর গুহা
  • অমিয়াখুম এবং অন্যান্য! 

পরবর্তী আর্টিকেলে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করবচোখ রাখুন আমার বাংলা পোস্ট.কম অনলাইন পোর্টাল এধন্যবাদ

For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.

Leave a Comment