স্ত্রীর দেওয়া কষ্ট বরদাশত করতে না পেরে একদিন ঐ বুযুর্গ তাঁর স্ত্রীকে সম্বোধন করে বললেন-বেয়াদব! তোমার কপাল বড়ই খারাপ। কারণ, কত দূর-দূরান্ত থেকে লোকজন এসে আমার কাছ থেকে ফায়দা উঠায়, উপকৃত হয়, তাদের ভাগ্য ভালো হয়। আর এত বছর আমার সান্নিধ্যে থেকেও তোমার কোনো উপকার হলো না, কোনো পরিবর্তন হলোনা।
মুখরা স্ত্রী এবারও স্বামীকে ছাড়ল না। বলল, আমার কপাল খারাপ হবে কেন? বরং আমি তো ভাগ্যবতী–মহাভাগ্যবতী। কারণ আপনার মতো একজন আল্লাহ ওয়ালার সাথে আমার বিয়ে হয়েছে। আসলে কপাল মন্দ আপনার! কারণ আমার মতো একজন খারাপ স্ত্রী আপনার ভাগ্যে জুটেছে।
প্রিয় পাঠক! দেখলেন কারবারটা? আল্লাহ পাক এ জাতীয় স্ত্রী থেকে আমাদের সবাইকে হেফাযত করুন। আমীন!!
[সুত্রঃ পছন্দিদাহ ওয়াকিয়াত]
লেখকঃ মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম (আদর্শ স্বামী স্ত্রী ১)
এরপর পড়ুন : উচ্চ শিক্ষিতা বউ
প্রিয় পাঠক পাঠিকা, আপনার দৃষ্টিকোণ থেকে সত্যিকার্থে ভাগ্য ভালো কার স্বামীর নাকী বুযুর্গের স্ত্রীর? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদেরকে পড়াতে এটি শেয়ার করুন।
আরও পড়তে পারেন..
০২. যুদ্ধের গল্পঃ অভিভূত জার্জিস কন্যা
০৩. শিক্ষামূলক গল্পঃ সৎ মায়ের আদর
For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.