নূর দিয়ে ছেলেদের আরবি নাম অর্থসহ

ভূমিকা: নূর দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের অর্থ জানতে ছেলে বাবুদের নূর নামের তালিকাটি দেখুন! বাচ্চাদের নুর নামের সেরা বিকল্পগুলি রয়েছে এখানে।..নূর দিয়ে ছেলেদের নাম

ছেলে বাবুদের নূর শব্দ যুক্ত নাম অর্থসহ!

একটি শিশু জন্ম নেওয়ার মা বাবা দাদা দাদীসহ আরও অনেকেই শিশুর নাম নির্ধারণ করা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এখানে ওখানে তন্নতন্ন হয়ে ভালো নাম খুঁজে বেড়ানো হয়। বাবুর জন্য কি নাম রাখা যায় তা নিয়ে যখন সবাই ব্যস্ত তখন আপনার জন্য আমার একটি সেরা নামের পরামর্শ আছে। 

প্রিয় ভিজিটর, আমি সৈয়দ রুবেল, আজকে আমার বাংলা পোস্ট.কমে লিখতে চলেছি ছেলে বাবুদের নূরের নামগুলো সম্পর্কে।  আমার আজকের এই আর্টিকেলে থাকবে নূর দিয়ে ছেলেদের ইসলামিক নাম সমূহ ও নামগুলোর বাংলা অর্থ।

প্রশ্নঃ নূর নামের অর্থ কি? উত্তর: নূর শব্দের অর্থ আলো বা জ্যোতি এমনকি ঐশ্বরিক আলোকে বুঝায়। নূর শব্দটি এসেছে পবিত্র কুরআন থেকে যা পবিত্র কোরআনে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। শিশুদের জন্য নূর নামটি খুবই ভালো এবং উপযোগী।

আপনার শিশুর ভালো অর্থপূর্ণ ইসলামিক নাম রাখতে ছেলে শিশুদের জন্য নূর নামের এই তালিকাটি প্রস্তুত করেছি যেখানে ছেলেদের নূর নামসমূহের বাংলা, ইংরেজি ও আরবি ভাষার সঠিক বানান সহ অনেক বিকল্প দেখতে পাবেন। নূর শব্দযুক্ত নামগুলোর অর্থ খুবই ভালো এবং ছেলে বাবুদের জন্য খুবই মানানসই যা একটি শিশু ছেলের ইতিবাচক দিক নির্দেশ করে।

আর তাই আপনি যদি নূর শব্দ দিয়ে শুরু হওয়া কুরআনিক নাম দ্বারা  আপনার শিশু ছেলের নামকরণ করতে আগ্রহী হোন, তাহলে নূর দিয়ে ছেলেদের আরবি নামের তালিকা থেকে আপনার পছন্দের নূর নামটি চয়ন করুন। যে নামটি আপনার শিশু ছেলের জন্য ভালো ও কল্যাণকর হবে বলে আপনি বিশ্বাস করেন। 

নূর দিয়ে ছেলেদের আরবি নামের তালিকা!

ছেলে বাবুদের জন্য নূর দিয়ে ইসলামিক নামসমূহ বাংলা অর্থসহ নিচে বর্ণনা করা হলো:

01. নূর – Noor (نور) অর্থ = আল্লাহর গুণ। 

02. নূর মুহাম্মদ – Noor Mohammad অর্থ = নবী মুহাম্মদের (সাঃ) আলো বা জ্যোতি। 

03. নূর আলী – Noor Ali (نورعلي) অর্থ = আলীর নূর।

04. নূরদিন – Noordin অর্থ = ইসলামের আলো, ধর্মের আলো।

05. নূরী – Noori (نوري) অর্থ = হালকা, উজ্জ্বল।

06. নূর উদ্দিন – Noor uddin (نردين) অর্থ = ধর্মের আলো। (ইসলাম)।

আরও দেখুন : দীন দিয়ে ছেলেদের ইসলামিক নাম

07. নূরুদীন – Noorudeen (نورد) অর্থ = বিশ্বাসের উজ্জ্বলতা।

08. নুরুল আবছার – Noorul Absar অর্থ = দৃষ্টির আলো।

09. নূরুল আইন – Noorul Ayn অর্থ = চোখের আলো।

10. নূরুল হক – Noorul Haq অর্থ = সত্যের আলো অর্থাৎ আল্লাহ।

আরও দেখুন : হক দিয়ে ছেলেদের ইসলামিক নাম

11. নূরুল হুদা – Noorul Huda অর্থ = সঠিক নির্দেশনার আলো।

12. নূরুল আলম – Noorul Alam অর্থ = পৃথিবীর আলো।

13. নূরুল ইসলাম – Noorul Islam (نورليصلم) অর্থ = ইসলামের আলো।

14. নূরুজ জামান – Nooruz Zaman অর্থ = যুগের আলো।

15. নূরুল্লাহ – Noorullah (نورلله) অর্থ = আল্লাহর নূর।

16. নূরুল – Noorul অর্থ = উজ্জ্বলতা,  আল্লাহর গুণ।

17. নূরান – Nooran অর্থ = সূর্যালোক।

18. নূরমাল – Noormal অর্থ = সুদর্শন।

19. নূর আহমেদ – Noor Ahmed অর্থ = প্রশংসনীয় আলো।

21. নূরজাদ – Noorzad অর্থ = প্রথম সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়।

22. নূর হাসান – Noor hasan অর্থ = আলোকিত সুদর্শন পুরুষ।

23. নূর এ আলম – Noor e Alam অর্থ = পৃথিবীর আলো।

24. নূর হুসাইন – Noor Hussain অর্থ = সুদর্শন আলো।

25. নূর ইলাহি – Noor Elahi অর্থ = আল্লাহর জ্যোতি।

26. আব্দুল নূর – Abdul Noor অর্থ = যে আলো তার গোলাম।

আরও দেখুন : আলম দিয়ে ছেলেদের ইসলামিক নাম

প্রিয় পাঠক পাঠিকা, আশা করি নূর দিয়ে ছেলেদের ইসলামিক নাম গুলো আপনাদের ভালো লেগেছে এবং যেকোনো একটি নূর নাম দ্বারা আপনার ছেলে শিশুর নাম নির্বাচন করবেন। আর যদি ছেলেদের এই আরবি নামগুলো আপনার ভালো না লাগে, তাহলে অন্যান্য ইসলামিক নামসমূহের মধ্যে থেকে একটি আরবি নাম খুঁজে বের করুন। নিচে আপনার জন্য আরও কিছু ছেলেদের নামের পরামর্শ দেওয়া হলো:

ছেলেদের জন্য আরও আরবি নাম!

01. আল্লাহর গুণবাচক নাম : আল্লাহর সিফত শব্দ যোগ করে আপনার ছেলে শিশুর নাম নির্বাচন করুন। রাসূল (সাঃ) বলেছেন,

সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে তোমাদের নামগুলোর মধ্যে নিশ্চয়ই প্রিয়তম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। (মুসলিম, তিরমিযী ও আবু দাউদ) 

আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আছে যা আপনার নবজাতক ছেলের শিশুর হতে পারে সেরা নামগুলোর একটি। আপনার ছেলের শিশুর নাম নির্বাচন করতে আল্লাহর গুণবাচক নাম সমূহের মধ্যে থেকে একটি নাম চয়ন করতে পারেন। 

দেখুন : ছেলেদের জন্য আল্লাহর ৯৯টি গুনবাচক নামসমূহ!

02. মহানবীর গুণবাচক নাম : শিশুর নাম নির্বাচন করতে আল্লাহর গুণবাচক নামসমূহের পরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর গুণবাচক নামসমূহকে অগ্রাধিকার দেওয়া উচিত। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ

“তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সূরা আল-আহযাব ৩৩: ২১)।

রাসূল (সাঃ)-এর ১১৭টি গুণবাচক আরবি নাম রয়েছে যা আপনার নবজাতক ছেলে শিশুর জন্য হতে পারে সেরা নামগুলোর একটি। আপনার ছেলে বাবুর ইসলামিক নাম নির্বাচন করতে নবীজির গুণবাচক নামসমূহের মধ্যে থেকে একটি নাম চয়ন করতে পারেন!

দেখুন : মুহাম্মদ (সাঃ)-এর ১১৭টি গুণবাচক নামের তালিকা! 

03. সাহাবিদের নাম : আল্লাহর ও নবীজির গুণবাচক নামসমূহের পর সাহাবীদের নাম সমূহকে অগ্রাধিকার দিতে পারেন। কারণ রাসূল (সা.) এর এক হাদীস থেকে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ

হে মানুষগণ! আমি তোমাদেরমাঝে এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যার অনুসরণ ও অনুকরণ করলে তোমরা অবশ্যই পথ হারা হবে না। তা হলো আল্লাহ পাকের কিতাব ও আহলেবাইত (রা.)। (তিরমিজী)।

সাহাবীদের মধ্যে ৩১৩ জন সাহাবী আছেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করার কারনে মুসলিম সমাজে খুবই পরিচিত এবং তাদের মধ্যে ১০ জন শ্রেষ্ঠ সাহাবী আছেন যারা দুনিয়াতে জীবিত থাকাবস্থায় জান্নাত লাভের সুসংবাদ পেয়েছিল। আর তাই আপনার ছেলে বাবুর নাম নির্ধারণ করতে সাহাবীদের নামের তালিকা থেকে যেকোনো একটি নাম বিবেচনা করুন। 

দেখুন : বদরী সাহাবীদের নামের তালিকা! 

শব্দ অক্ষর দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা!

০১. অ দিয়ে ছেলেদের ইসলামিক নামসমূহ (অ অক্ষর দিয়ে ছেলেদের ৩৮টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

০২. আ দিয়ে ছেলেদের ইসলামিক নামসমূহ (আ দিয়ে ছেলেদের ২৩০টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

০৩. ই-ঈ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা! (ই ও ঈ অক্ষর দিয়ে ছেলেদের ৯৬টি ইসলামিক নাম অর্থসহ )

০৪. উ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা! ( উ অক্ষর দিয়ে ছেলেদের ২৮টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

০৫. ও দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা! (ও অক্ষর দিয়ে ছেলেদের ৫২টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

০৬. এ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা(এ দিয়ে ছেলেদের ২৬টি ইসলামিক নাম বাংলা অর্থসহ) 

০৭. ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম! ( ক দিয়ে ছেলেদের ৭৯টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

০৮. খ দিয়ে ছেলেদের ইসলামিক নাম! (খ অক্ষর দিয়ে ছেলেদের ৪০টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

০৯. গ দিয়ে ছেলেদের ইসলামিক নাম (গ অক্ষর দিয়ে ছেলেদের ৩১ টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

১০. ছ দিয়ে ছেলেদের ইসলামিক নাম ( ছ অক্ষর দিয়ে ছেলেদের ১৮টি ইসলামিক নাম বাংলা অর্থসহ)

আরও জানতে নামের অর্থ  ও ছেলেদের নাম টপিক্স এ যান। 

For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.

Leave a Comment