বারী শব্দ যোগ করে ছেলেদের ইসলামিক নাম

নামের শেষে বারী শব্দ যোগ করে আপনার ছেলে শিশুর সুন্দর ও ভালো ইসলামিক নাম রাখুন। 

বাংলা ডিকশনারিতে বারী শব্দের অর্থ পাওয়া যায় হাতী বাঁধার মোটা দড়ি, কাছি বা জায়গা, কলসি বা পানি রাখার পাত্র।  বারী শব্দ টি নামের শেষে পদবী হিসাবে ব্যবহৃত হয়। আরবি বারী শব্দের বাংলা অর্থ হচ্ছে সৃষ্টা বা সৃষ্টিকর্তা ( Creator) । আরবি বারী শব্দটি আল্লাহর সিফতি নাম থেকে এসেছে। যেমনঃ আল বারী । অর্থ স্রষ্টা। আল্লাহর একটি বৈশিষ্ট।

আরও পড়তে পারেনঃ আল্লাহর ৯৯ টি সিফতি নাম : ছেলেদের জন্য! 

আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর বৈশিষ্ট যুক্ত একটি নাম হতে পারে আপনার নবজাতক ছেলে শিশুর জন্য সেরা উপহার। আর তাই আপনার নবজাতক ছেলে শিশুর সুন্দর ও ভালো ইসলামিক নাম নির্বাচন করতে  বারী শব্দ দ্বারা নামগুলির মধ্যে থেকে একটি নাম চয়ন করতে পারেন। আজ আমি আমার বাংলা পোস্ট.কমে বারী শব্দ দিয়ে ছেলেদের দুই শব্দের ইসলামিক নামগুলি অর্থসহ তুলে ধরেছি। তাহলে চলুন বারী শব্দ ছেলেদের নাম ও নামের অর্থ গুলি পড়া শুরু করা যাকঃ-

বারী শব্দ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা!

বারী শব্দ দিয়ে ছেলেদের দুই শব্দের ইসলামিক নামগুলি বাংলা ও ইংরেজি বানানসহ নিচে তুলে ধরা হলোঃ 

০১. আব্দুর বারী ( Abdur Bari ) = স্রষ্টার দাস ।

০২. উবাইদুল বারী ( Obaidul Bari ) = স্রষ্টার ছোট দাস ।

০৩. আইনুল বারী ( Ainul Bari ) = স্রষ্টার ঝর্ণা ।

০৪. নাজমুল বারী ( Nazmul Bari ) = স্রষ্টার তারকা।

০৫. খাইরুল বারী ( Khairul Bari ) = স্রষ্টার মাল ।

০৬. বাজলুল বারী ( Bazlul Bari ) = স্রষ্টার দান ।

০৭. হামিদুল বারী ( Hamidul Bari ) = স্রষ্টার গুণকীর্তনকারী।

০৮. আনিসুল বারী ( Anisul BAri ) = স্রষ্টার বন্ধু ।

০৯. জিয়াউল বারী ( Ziaul bari ) = স্রষ্টার আলো।

১০. রিজাউল বারী ( Rizaul Bari ) = স্রষ্টার সন্তুষ্টি।

১১. জাহরুল বারী ( Jahrul Bari ) = স্রষ্টার স্রষ্টার ফুল।

১২. শারফুল বারী ( Sharful Bari ) = স্রষ্টার গৌরব।

১৩. সাহলুল বারী ( Shahlul Bari ) = স্রষ্টার নরম মাটি।

১৪. তালিবুল বারী ( Talibul Bari ) = সৃষ্টিকর্তাকে অণ্বেষণকারী।

১৫. মুর্শিদুল বারী ( Murshidul Bari ) = স্রষ্টার পথপ্রদর্শনকারী ।

১৬. সামিরুল বারী ( Samirul Bari ) = সৃষ্টিকর্তার কাহিনী বর্ণনাকারী।

১৭. নাইনুল বারী ( Nainul Bari ) = স্রষ্টার দান ।

১৮. সাইফুল বারী ( Saiful Bari ) = স্রষ্টার তলোয়ার ।

১৯. জাইনুল বারী ( Jainul Bari ) = সৃষ্টিকর্তার সৌন্দর্য ।

২০. রিয়াজুল বারী ( Riazul Bari ) =  স্রষ্টার বাগান ।

২১. নুরুল বারী ( Nurul Bari ) = স্রষ্টার জ্যোতি ।

২২. হাবিবুল বারী ( Habibul Bari ) = স্রষ্টার প্রিয় ।

২৩. আতাউল বারী ( Ataul Bari ) = স্রষ্টার দান ।

২৪. ফাজলুল বারী ( Fazlul Bari ) = সৃষ্টিকর্তার অনুগ্রহ ।

২৫. নাসরুল বারী ( Nasrul Bari ) = স্রষ্টার সাহায্য ।

২৬. আহমাদুল বারী ( Ahmadul Bari ) = স্রষ্টার অধিক প্রশংসাকারী ।

২৭. আওনুল বারী ( Awnul Bari ) = স্রষ্টার সাহায্য ।

২৮. আহসানুল বারী (Ahsanul bari) = স্রষ্টার সাহায্যকারী। 

২৯. সাজেদুল বারী (Sajedul Bari) = স্রষ্টার বিস্ময়করতা। 

৩০. রাশেদুল বারী (Rashedul Bari) = আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস থাকা। 

৩১. শাহেদুল বারী (Shahedul Bari) = সৃষ্টিকর্তার সাক্ষ্যদাতা। 

আমি আশাকরি, বারী যুক্ত ছেলেদের ইসলামিক নামগুলি আপনার ভালো লেগেছে এবং বারী শব্দ যুক্ত নামগুলির মধ্যে থেকে যেকোনো একটি বারী যুক্ত নাম আপনার ছেলে শিশুর জন্য নির্বাচন করবেন।  

অন্যান্য শব্দ যোগ করে ছেলেদের নামের তালিকা!

Bari name meanings in bangla. We have described the bari name with the Bengali meaning of bari. So that you can choose a good and beautiful name for your baby boy by adding bari word. I hope you enjoy bari names and you will choose any one bari name for your baby boy.

For more updates please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channels.

3 thoughts on “বারী শব্দ যোগ করে ছেলেদের ইসলামিক নাম”

  1. সাজেদুল বারী
    রাশেদুল বারী
    শাহেদুল বারী এই নামগুলোর
    অর্থ জানতে চাই

    Reply
  2. প্রিয় সাজেদুল বারী ও আহসানুল বারী ভাই, আপনাদের জিজ্ঞাসিত নামগুলির অর্থ আমরা যুক্ত করে দিয়েছি। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ।

    Reply

Leave a Comment