তোমার জন্মদিন (জন্মদিনের কবিতা)

আপনার প্রিয়জনদেরকে কবিতার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান? তাহলে তোমার জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা জানানোর কবিতা টি আপনার জন্য। আপনার বন্ধু-বান্ধবীদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই কবিতাটি হতে পারে সুন্দর একটি মাধ্যম। তাহলে পড়ে নিন জন্মদিনের শুভেচ্ছা জানানোর এই সুন্দর কবিতা টি এবং পড়ে ভালো লাগলে আপনার প্রিয়জনদের জন্মদিনের কবিতা টি কপি করে পাঠিয়ে দিন আপনার প্রিয়জনদেরকে।

তোমার জন্মদিন!

কি উপহার দেব বল

তোমার জন্মদিনে?

দিলেম কিছু কাব্য কথা

সকল মূল্য বিনে।

টাকা-কড়ি দিয়ে যারে

যায় না কভু কেনা,

বসুন্ধরার কাছে তব

থাক না কিছু দেনা।

আকাশ দিল স্বপ্ন তোমায়,

জীবন দিল হাওয়া,

সুখ সাগরে হোক না তব

প্রাণের তরী বাওয়া।

সূর্য দিল শক্তি তোমায়-

গন্ধ দিল ফুল,

পাখির ডানায় যাক না উড়ে

তোমার যত ভুল।

ধরায় তোমায় প্রীতির বাঁধন

হোক না অন্তহীন,

বলব আমি আজকে তোমার-

শুভ জন্মদিন”।।

কবিতা লেখিকাঃ তানিয়া রহমান তনি।

Also readত দিয়ে মেয়েদের সুন্দর নাম অর্থসহ

সতর্কতা : আপনার বন্ধুদেরকে “তোমার জন্মদিন” কবিতার মাধ্যমে শুভেচ্ছা জানানোর সময় অবশ্যই কবিতার লেখিকার নাম উল্লেখ করে দিবেন। 

প্রিয় পাঠক পাঠিকা, লেখিকার তোমার জন্মদিন কবিতা টি পড়ে আপনার কাছে ভালো লাগলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।

Your birthday – bangla birthday poem by Tania Rahman Toni.

For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading