নীরবতার অন্তরালে – বাংলা কবিতা

নীরবতার-অন্তরালে বাংলা কবিতা

তোমার চোখের সামনে ওই নারীরা, উজ্জ্বল আর দীপ্তিমান,
পদে পদে গরিমা, আলো তাদের প্রাণ।
তবুও হাসির আড়ালে লুকিয়ে আছে অশ্রুর ধারা,
যা বিশ্ব দেখেও অগোচরে রেখে যায় তারা।

ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা, তাদের আমরা করি বন্দনা,
জীবনের গোলকধাঁধায় খুঁজে চলে তারা পরিপূর্ণতা।
একজন স্ত্রী, একজন মা, ভূমিকা তারা পালন করে,
তবুও রাতের আঁধারে অশ্রু নীরবে ঝরে।

তুমি দেখেছ তার সাফল্য, তার অক্লান্ত চেষ্টা,
জগতের চোখে সে যেন সর্বোচ্চে স্থির।
কর্মক্ষেত্রে তার উড়ান অসীমে, প্রশংসার জোয়ার,
কিন্তু ঘরের কোণে অন্ধকারে মেঘ জমে তাঁর।

তার দূরত্ব কখনো হিংসা করো না,
যা তার নীরবতার রহস্যে আচ্ছন্ন।
কারণ তার আত্মায় আছে এক নিঃশব্দ বেদনা,
একটি অদৃশ্য ক্ষত, হৃদয়ের গভীরে যা জাগ্রত।

সে পড়ে আছে শক্তি আর গরিমার মুখোশ,
বিশ্বকে দেখাতে নির্ভীকতার প্রকাশ।
কিন্তু গভীরে, বহন করে এক ঝড়।
শক্তির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর ক্ষয়।

লেখিকা: আনিকা জেরীন চৌধুরী।

আরও পড়তে পারেন : বীরত্বের প্রভাতি (কবিতা)

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading