মানবতা (কিশোর কিশোরীদের গল্প ১২)

মানবতামানবতা কিশোর কিশোরীদের জন্য রচিত শিক্ষামূলক গল্প। গল্পটি কিশোর কিশোরীদেরকে মানবতার একটি অধ্যায় বুঝানো হয়েছে। 

মানবতা।  

মুসলিম বিন সা’দ রহ. বলেন, একদা আমি হজ্বে যাওয়ার সময় আমার মামা আমাকে দশ হাজার দিরহাম দিলেন। আর বললেন, মদীনায় পৌঁছে তুমি সেখানকার আহলে বাইতের মধ্যে যে সবচেয়ে বেশি অর্থকষ্টে আছে তাদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিও।

মুসলিম বিন সা’দ রহ. মদীনায় পৌঁছার পর খবর নিলেন, আহলে বাইতের মধ্যে সবচেয়ে দরিদ্র কে।

অনেক খোঁজাখুঁজির পর সেখানকার অধিবাসীরা একটি পরিবারকে দেখিয়ে বললেন, এই পরিবারটি সবচেয়ে বেশি অভাব-অনটনে আছে।

মুসলিম বিন সা’দ. সেই পরিবার প্রধানের কাছে গিয়ে বললেন-আমি বাগদাদ থেকে ১০ হাজার দিরহাম এনেছি আপনার হাদিয়া দেবার জন্য। এই অর্থ দিয়ে আমার মামা আমাকে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন, আমি যেন আহলে বাইতের সবচেয়ে গরীব পরিবারকে তা দান করি।

একথা শুনে সেই পরিবার প্রধান বললেন—হে আল্লাহর বান্দা! এ দিরহাম-দাতা সবচেয়ে গরীবকে এই হাদিয়া দিতে বলেছেন। যেহেতু আমাদের প্রতিবেশি একটি পরিবার আছে যারা আমাদের চেয়েও বেশি গরীব। সুতরাং এই হাদিয়া আমাকে নয়, তাদেরকে দিন।

মুসলিম বিন সা’দ। রহ. বললেন, তাদের কথা শোনার পর আমি উক্ত প্রতিবেশীর কাছে গিয়ে ঘটনা খুলে বললাম। তারা বলল, হে আল্লাহর বান্দা! মূলত আমরা এবং আমাদের ঐ প্রতিবেশী যিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন—উভয়েই বেশি গরীব। তুমি এ আমানত উভয়ের মাঝে সমানভাবে বণ্টন করে দাও।

প্রিয় বন্ধুরা! দেখলে তো মানবতা কাকে বলে? হ্যাঁ, আমাদের পূর্ববর্তী মনীষীগণ এমনই ছিলেন যে, তারা নিজেদের প্রয়োজনের তুলনায় অপরের প্রয়োজনকে বড় করে দেখতেন। দোয়া করো, আল্লাহ তাআলা যেন তাদের মতো আমাদেরকেও বানিয়ে দেন। আমীন।

[সূত্রঃ ইন্টারনেট]

লেখক : মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম। 

উৎস : আদর্শ কিশোর কিশোরী ৩ বই থেকে। 

এরপর পড়ুন : সম্রাট কাঁদে যার কাছে আমিও কাঁদব তার কাছে 

প্রিয় কিশোর বন্ধুরা, আশা করি তোমাদের মানবতা গল্পটি পড়ে ভালো লেগেছে এবং গল্পটি বন্ধুদেরকেও শুনাবে। 

For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.

Leave a Comment