ইংরেজীতে S ও বাংলা তে “স” দিয়ে শুরু হয় এমন সব সুন্দর ও ভালো ইসলামিক নাম দ্বারা আপনার নবজাতক ছেলে শিশুর ইসলামিক নাম রাখুন।
তাই, আপনার ছেলে শিশুর জন্য স দ্বারা ভালো অর্থপূর্ণ একটি ইসলামিক নাম খুঁজে বের করতে “স দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা” টি পড়ুন এবং আপনার সবচেয়ে পছন্দের ভালো ইসলামিক নাম টি আপনার নবজাতক ছেলে শিশুর জন্য রেখে দিন। তাহলে শুরু করা যাক…
স দিয়ে ছেলেদের এক শব্দের ইসলামিক নামের তালিকা
০১. সাদাত (Sadat) নামের অর্থ : আল্লাহ ওয়ালাদের রাহবাহ।
০২. সিবত (Sibat) নামের অর্থ : হযরত আলী (রাঃ) ও ফাতিমার (রাঃ)-এর বংশধরগণ।
০৩. সাবিহ (Sabih) নামের অর্থ : পৌত্র।
০৪. সাবিক (সাবেক) (Sabiq) নামের অর্থ : অবসর যাপন কারী।
০৫. সাবকাত (Sabqat) নামের অর্থ : ভূর্তপূর্ব, অগ্রগামী।
০৬. সাবীল (Sabil) নামের অর্থ : শ্রেষ্ঠত্ব, প্রাধান্য।
০৭. সাজিদ (Sajid) নামের অর্থ : উপায় রাস্তা।
০৮. সাবিত (Sabit) নামের অর্থ : সিজদাকারী।
০৯. সাকী (Saqi) নামের অর্থ : শান্ত, নিরব।
১০. সালিম (Salim) নামের অর্থ : যে পানি পান করায়।
১১. সামে (Same) নামের অর্থ : নিরাপদ।
১২. সামী (Sami) নামের অর্থ : শ্রবণকারী।
১৩. সাতি (Sati) নামের অর্থ : উচ্চ, সম্মানিত।
১৪. সা;য়িদ (Said) নামের অর্থ : আলোকিত।
১৫. সামিহ (Sam’eh) নামের অর্থ : সাহায্যকারী , বাহু।
১৬. সালিক (Salik) নামের অর্থ : ক্ষমাকারী, উদার।
১৭. সাত্তার (Sattar) নামের অর্থ : সাধক, ভক্ত।
১৮. সাজ্জাদ (Sajjad) নামের অর্থ : গোপনকারী।
১৯. সাখাওয়াত (Sakhawat) নামের অর্থ : উপাসনায়রত।
২০. সিরাজ (Siraj) নামের অর্থ : বদান্যতা।
২১. সাখী (Sakhi) নামের অর্থ : প্রদীপ।
২২. সুরূর (Surur) নামের অর্থ : দানশীল, দাতা।
২৩. সাতওয়াত (Satwat) নামের অর্থ : আনন্দ, খুশী।
২৪. সু’আদ (Suad) নামের অর্থ : প্রভাব–প্রতিপত্তি।
২৫. সুয়াদি (Suwadi) নামের অর্থ : সৌভাগ্যবতী, সুখী।
২৬. সা’য়াদাত (Sa’adat) নামের অর্থ : এক প্রকার সুগন্ধি বৃক্ষ।
২৭. সাদ (Sa’d) নামের অর্থ : সৌভাগ্য।
২৮. সাউদ (Saud) নামের অর্থ : সাহাবীর নাম, শুভ।
২৯. সা’দূন (Sa’dun) নামের অর্থ : সৌভাগ্যবান।
৩০. সায়ী’দ (Sayeed) নামের অর্থ : ভাগ্যবান।
৩১. সাফারাত (Safarat) নামের অর্থ : ভাগ্যবান।
৩২. সুফিয়ান (Sufian) নামের অর্থ : দূতাবাস।
৩৩. সিকান্দার (Sekander) নামের অর্থ : দ্রুতগামী।
৩৪. সুলতান (Sultan) নামের অর্থ : গ্রীক বাদশাহ আলেক জাণ্ডার।
৩৫. সালাসত (Salasat) নামের অর্থ : রাজ্যের শাসক, আধিকপত্য।
৩৬. সালামাত (Salamat) নামের অর্থ : সরলতা, প্রাঞ্জলতা।
৩৭. সালাম (Salam) নামের অর্থ : শান্তি, নিরাপত্তা।
৩৮. সুলায়মান (Sulaiman) নামের অর্থ : একজন বিখ্যাত নবীর নাম।
৩৯. সালমান (Salman) নামের অর্থ : অভিবাদন, শান্তি, নম্র, আন্তরিক, সত্যবাদী।
৪০. সালিম (Salim) নামের অর্থ : সাহাবীর নাম, শান্তি, নিরাপত্তা।
৪১. সুল্লাম (Sullam) নামের অর্থ : সুস্থ।
৪২. সাম্মাক (Sammaq) নামের অর্থ : সিঁড়ি, ধাপ, মই।
৪৩. সামির (Samir) নামের অর্থ : উচ্চ, এক প্রকার বৃক্ষ।
৪৪. সামা’আন (Sama’an) নামের অর্থ : রাতের গল্পকারী।
৪৫. সামী (Sami) নামের অর্থ : দুটি শ্রবনেন্দ্রিয়।
৪৬. সুমবুল (Sumbul) নামের অর্থ : শ্রবণকারী, আল্লাহর নাম।
৪৭. সিনান (Senan) নামের অর্থ : সুগন্ধি ঘাস বিশেষ।
৪৮. সানা (Sana) নামের অর্থ : বর্শার ফলা।
৪৯. সুহায়ল (Suhail) নামের অর্থ : উজ্জ্বলতা, আলো।
৫০. সাইয়িদ (সৈয়দ) (Sayyid (syed)) নামের অর্থ : একটি নক্ষ (এর নাম)।
৫১. সাইফ (Saif) নামের অর্থ : নেতা, সর্দার।
৫২. সাবের (Saber) নামের অর্থ : তরবারী।
৫৩. সাহেব (Saheb) নামের অর্থ : ধৈর্যশীল।
৫৪. সাদেক (Sadeq) নামের অর্থ : বন্ধু, মালিক।
৫৫. সালেহ (Saelh) নামের অর্থ : সত্যবাদী।
৫৬. সামেত (Samet) নামের অর্থ : পুণ্যবান।
৫৭. সায়েব (Sayeb) নামের অর্থ : নীরবতা পালন কারী।
৫৮. সায়েম (Sayem) নামের অর্থ : সঠিক।
৫৯. সাবাহ (Sabah) নামের অর্থ : রোযদার।
৬০. সাবীহ (Sabih) নামের অর্থ : সকাল।
৬১. সুবহী (Subhi) নামের অর্থ : সুন্দর।
৬২. সাবুর (Sabur) নামের অর্থ : উজ্জ্বল।
৬৩. সিবাহ (Sibah) নামের অর্থ : অত্যন্ত ধৈর্যশীল।
৬৪. সাদাকাত (Sadaqat) নামের অর্থ : রং, গুণ।
৬৫. সদর (Sadr) নামের অর্থ : সত্যবাদিতা।
৬৬. সাদ্দাম (Saddam) নামের অর্থ : বক্ষ, প্রধান।
৬৭. সাদিক (Sadiq) নামের অর্থ : আঘাতকারী, যে ধাক্কামারে।
৬৮. সদূক (Saduq) নামের অর্থ : বন্ধু।
৬৯. সাফা (Safa) নামের অর্থ : সত্যবাদী।
৭০. সফি (Safe) নামের অর্থ : পাক–পবিত্র।
৭১. সাফওয়ান (Safwan) নামের অর্থ : পাক–পবিত্র।
৭২. সগীর (Sagir) নামের অর্থ : সাহাবীর নাম।
৭৩. সফদার (Sadar) নামের অর্থ : ক্ষুদ্র, ছোট।
৭৪. সিফাত (Sifat) নামের অর্থ : সেনাদলের কনিষ্ঠ অধিনায়ক।
৭৫. সফওয়াত (Safwat) নামের অর্থ : গুণাবলী।
৭৬. সমসাম (Samsam) নামের অর্থ : খাঁটি, মহান।
৭৭. সামাদ (Samad) নামের অর্থ : তরবারী।
৭৮. সওলাত (Saulat) নামের অর্থ : অমুখাপেক্ষী।
৭৯. সুফি (Sufi) নামের অর্থ : শান-শওকত, প্রভাব।
৮০. সুহাইব (Suhaib) নামের অর্থ : আধ্যাত্মিক সাধক।
৮১. সিদ্দীক (Siddiq) নামের অর্থ : একজন সাহাবীর নাম।
৮২. সাকিব (Sakeeb) নামের অর্থ : অত্যন্ত বিশ্বাসী।
৮৩. সিনদীদ (Sindeed) নামের অর্থ : প্রবাহমান।
৮৪. সালাহ (Salah) নামের অর্থ : সর্দার, বীরপুরুষ।
৮৫. সালর (Salr) নামের অর্থ : সততা, ধর্মপরায়ণতা।
স দিয়ে ছেলেদের দুই শব্দের ইসলামিক নামের তালিকা
৮৬. সিবাগাতুল্লাহ (Sibgadtullah) নামের অর্থ : নেতা।
৮৭. সাইফুল ইসলাম (Saiful islam) নামের অর্থ : আল্লাহর রঙ, গুণা।
৮৮. সাখাওয়াত হুসাইন (Sakhawat Hossain) নামের অর্থ : ইসলামের তরবারী।
৮৯. সুহায়ল মাহমুদ (Sohail Mahmood) নামের অর্থ : সানশীলতা সুন্দর।
৯০. সা’আদাত হুসাইন (Sa’adat Hossain) নামের অর্থ : উজ্জল নক্ষত্র যা প্রশংসনীয়।
৯১. সালাউদ্দিন (Salauddin) নামের অর্থ : সৌভাগ্যবান সুন্দর।
৯২. সাইফুল কবীর (Saiful Kabeer) নামের অর্থ : ধর্মের পুনরুদ্বারকারী।
৯৩. সাক্বীফ হুসাইন (Sakeef Hossain) নামের অর্থ : বড় তলোয়ার।
৯৪. সাক্বীফ ওয়াসীত্ব (Sakeef wasit) নামের অর্থ : সুসভ্য সুন্দর।
৯৫. সাবূর হাসান (Saboor hasan) নামের অর্থ : সুসভ্য সম্ভ্রান্ত ব্যক্তি।
৯৬. সাদীক মাহমুদ (Sadeeq Mahmood) নামের অর্থ : ধৈর্যশীল সুন্দর।
৯৭. সাবের হোসাইন ( Sabir Hossain) নামের অর্থ : প্রশংসিত বন্ধু।
৯৮. সাজ্জাদ হোসাইন (Sajjad Hossain) নামের অর্থ : ধৈর্যশীল বন্ধু।
৯৯. সালিম হোসাইন (Salem Hossain) নামের অর্থ : অধিক সেজদাকারী সুশ্রী।
১০০. সালাম আহমদ (Salam ahmad) নামের অর্থ : সুন্দর সুরক্ষিত।
১০১. সাজেদুল হক (Sajidul hoq) নামের অর্থ : অতি প্রশংসিত নেতা।
১০২. সাজেদুল বারী (Sajidul baree) নামের অর্থ : আল্লাহ কে সিজদাকারী।
১০৩. সাজেদুল করিম (Sajidul korim) নামের অর্থ : সৃষ্টিকর্তার সিজদাকারী।
১০৪. সিরাজুল হক (Sirajul hoq) নামের অর্থ : করুণাময়ের সিজদাকারী।
১০৫. সিরাজুল ইসলাম (Sirajul islam) নামের অর্থ : সত্যের আলো।
১০৬. সুলতান আহমদ (Sultan ahmad) নামের অর্থ : ইসলামের আলো।
১০৭. সালামতুল্লাহ (Salamatullah) নামের অর্থ : অধিক প্রশংসিত বাদশাহ।
১০৮. সাঈদুর রহমান (Sayedur Rahman) নামের অর্থ : আল্লাহর দয়ার সুস্থ।
১০৯. সা’দুল হক (Saadul hoq) নামের অর্থ : ভাগ্যবান করুণাময়।
১১০. সারওয়ার হুসাইন (Sarwar Hossain) নামের অর্থ : সৌভাগ্যবান সত্য।
১১১. সালিমুল্লাহ (Salimullah) নামের অর্থ : সুশ্রী সার্দার।
১১২. সাইফুর রহমান (Saifur Rahman) নামের অর্থ : আল্লাহর নিরাপত্তা।
১১৩. সুহাইল আহমদ (Suhayel ahmad) নামের অর্থ : করুণাময়ের তরবারী।
১১৪. সিদ্দিক আহমদ (Siddiaue ahmad) নামের অর্থ : অতি প্রশংসিত একটি নক্ষত্র।
১১৫. সিদ্দিকুর রহমান (Siddiqur Rahman) নামের অর্থ : সত্যবাদী অতি প্রশংসিত।
১১৬. সদরুদ্দিন (Sadar Uddin) নামের অর্থ : সত্যবাদী করুণাময়।
১১৭. সাবিহুদ্দিন (Sabih Uddin) নামের অর্থ : দ্বীনের কেন্দ্রস্থল, মারকাজ।
১১৮. সালেহ আহমদ (Saleh ahmad) নামের অর্থ : দ্বীনের রঙ বা গুণ।
১১৯. সাদেক হোসাইন (Sadiqe Hossain) নামের অর্থ : অতিপ্রশংসিত পূণ্যবাদী।
১২০. সফি উদ্দিন (Safee Uddin) নামের অর্থ : চিরসুন্দর সত্যবাদী।
১২১. সফি উল্লাহ (Safee ullah) নামের অর্থ : পবিত্র দ্বীন।
১২২. সাউদুল হক (Saudul hoq) নামের অর্থ : পবিত্র আল্লাহ।
১২৩. সাইফুল্লাহ (Saifullah) নামের অর্থ : সৌভাগ্যবান সত্য।
অন্যান্য শব্দ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা সমূহ…
০১. ছ (s) দিয়ে ছেলেদের ইসলামিক নাম
০২. জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম
০৩. ত দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা
এটা ভাল কিন্তু আর একটু ভালো করার চেষ্টা করবেন।আপনাদের জন্য শুভ কামনা।
প্রিয় পাঠক, আপনার মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো।
খুব ভালো আরো ভালো করার চেষ্টা করবেণ।
Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to far added agreeable from you! However, how could we communicate?
See here our contact page
Thank you for sharing this informative and thought-provoking blog post. It’s clear that you put a lot of time and effort into researching and writing this, and it definitely shows in the quality of the content.Your insights on this issue really hit home for me and I think they will for many other readers as well. Keep up the great work!
Nice