প্রতিভার গল্প ২ ( মজার গল্পের বই)

প্রতিভার গল্প ২

মূল : কিতাবুল আযকিয়া ইবনুল কায়্যিম জাওযী রহঃ.

অনুবাদক : মুফতী মুহাম্মদ আসাদুজ্জামান ( খতীব, কেন্দ্রীয় বড় মসজিদ, কুষ্টিয়া)

সম্পাদনা : নাসীম আরাফাত (মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা)

প্রকাশনায় : মাকতাবাতুস সালাম।

বইটির মূল্য : ১২০/- টাকা।

অনুবাদকের কথা

মহান আল্লাহর অশেষ অনুগ্রহ ও দয়ায় প্রতিভার গল্প ২ এর ২য় সংস্করণ এখন পাঠকের হাতে। প্রথম মুদ্রণ অতি অল্প সময়ে বিক্রি হয়ে গেছে। সকল প্রশংসাই মহান আল্লাহর। তিনি “প্রতিভার গল্প” এর সবগুলো খণ্ডকেই পাঠকপ্রিয়তা দান করেছেন। ১ম মুদ্রণে পাঠকদের পক্ষ থেকে যেসব আপত্তি করা হয়েছিল, ২য় সংস্করণে তা সংশোধন করে দেয়া হয়েছে। স্থান পেয়েছে আকর্ষণীয় ও মনমাতানো যুদ্ধের ঘটনাবলীসহ অন্যান্য ঘটনা। কিছু ঘটনা অত্যন্ত রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো। গল্পের শেষ দৃশ্য পর্যন্ত পাঠকের আগ্রহ ও কৌতুহল ধরে রাখতে সক্ষম।

গল্পের রসবোধ বৃদ্ধির উদ্দেশ্যে কয়েকস্থানে সাধু ও আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। আশা করি, পাঠক একমত হবেন যে, যেসব স্থানে সামান্য ব্যতিক্রমের কারণে ভিন্নমাত্রার ‘রসবোধ’ সৃষ্টি হয়েছে। বইটি পড়ে পাঠকবৃন্দ উপকৃত হলে শ্রম সার্থক হবে।

বইটি নির্ভুল করতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। বইটি নির্ভুল করতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তবুও ভুল ক্রটি থেকে যাওয়া অসম্ভব কিছু নয়। কারো দৃষ্টিগোচর হলে অবহিত করার অনুরোধ রইলো। পরবর্তীতে সংশোধন করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

প্রিয় পাঠক পাঠিকা, প্রতিভার গল্প ২ বইটি রকমারী.কম সহ বইয়ের দোকান ও লাইব্রেরীতে পাবেন। আমরা আশা করি “প্রতিভার গল্প ২” বইয়ের একটি কপি কিনে নিজে পড়বেন এবং আপনার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনদেরকে উপহার দিবেন। 

প্রতিভার গল্প  বইয়ের সূচীপত্র ও গল্পের লিঙ্ক সমূহ

৩৬. ফাউ খাওয়ার গল্প-তিন ফাউখোর

 

প্রিয় পাঠক পাঠিকা, বইটি গল্পগুলি ধীরে ধীরে প্রকাশিত করা হবে। একটু ধৈর্য্য ধরার অনুরোধ রইলো। 

For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.

Leave a Comment