এ (A E I) দিয়ে ছেলেদের ইসলামিক নাম

আপনার নবজাতক ছেলে শিশুর সুন্দর একটি ইসলামিক নাম রাখুন। 

এ দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের অর্থ জেনে নিন। 

এ দিয়ে ছেলেদের নামআপনার সদ্য ভমিষ্ঠ ছেলের জন্য সুন্দর একটি নাম রাখতে এ দিয়ে ছেলেদের আরবি নাম গুলো আপনাকে সাহায্য করতে পারে। এই নাম গুলোর অর্থ খুবই সুন্দর ও আকর্ষণীয়। তাই আপনি নাম ও নামের অর্থ গুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং সবচেয়ে সুন্দর নামটি আপনার ছেলে শিশুর জন্য রেখে দিন। 

এছাড়াও ছেলেদের আরও সুন্দর নাম খুঁজে পেতে অন্য শব্দ থেকে অনুসন্ধান করতে পারেন…

এ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা…

০১. এখলাস (Ikhlas) নামের অর্থ: নিষ্ঠার, আন্তরিকতা।

০২. এমদাদ (Imdad) নামের অর্থ: মদদ করা, সাহায্যকারী।

০৩. এনায়েত (Anaet (Enayet) নামের অর্থ: অনুগ্রহ, অবদান।

০৪. এজায (Eja’j) নামের অর্থ: সম্মান, অলৌকিক।

০৫. এতেমাদ (Itemad) নামের অর্থ: আস্থা।

০৬. এহতেশাম (Ehtesham) নামের অর্থ: লজ্জা করা।।

০৭. এহসান (Ehsan) নামের অর্থ: উপকার, দয়া।

০৮. এরফান (Irfan) নামের অর্থ: প্রজ্ঞা, মেধা।

০৯. এসাম (Eisam) নামের অর্থ: সাহাবীর নাম।

১০. এজাফা (Ejafa) নামের অর্থ: উন্নতি, অধিক।

১১. এয়া’নাত (Eanat) নামের অর্থ: সহযোগিতা।

১২. এসফার (Esfar) নামের অর্থ: আলোকিত হওয়া।

১৩. এশা’য়াত !(EShaa’t) নামের অর্থ: প্রকাশ করা।

১৪. এশারক (Eshraq) নামের অর্থ: উদিত হওয়া।

১৫. এখলাস উদ্দিন (Eklasuddin) নামের অর্থ: ধর্মের প্রতি নিষ্ঠাবান।

১৬. এমদাদুল হক (Imadul Hoq) নামের অর্থ: সত্যের সাহায্য।

১৭. এমদাদুর রহমান (Imdadur Rahman) নামের অর্থ: দয়ালুর সাহায্য।

১৮. এনায়েতুল্লাহ (Anaetullqoh) নামের অর্থ: আল্লাহর উপহার, দান।

১৯. এনাম হক (Anamuk Hoq) নামের অর্থ: সত্য প্রভুর হাদীয়া।

২০. এনাম (Anam) নামের অর্থ: পুরস্কার।

২১. এহছানুক (Ehsanul Hoq) নামের অর্থ: মহান প্রভুর দয়া।

২২. এবাদুর রহমান (Ebadur Rahman) নামের অর্থ: করুণাময়ের বান্দা।

২৩. এহতেশামুল হক (Ihtishamul Hoq) নামের অর্থ: সত্যের মর্যাদা।

২৪. এজাজ আহমেদ (Izaz Ahmed) নামের অর্থ: অত্যাধিক প্রশংসাকারী।

২৫. এমরান আহমেদ (Imrah Ahmed) নামের অর্থ: প্রশংসনীয় জনবহুল বসতি।

২৬. একরামুদ্দীন (Ikramuddin) নামের অর্থ: দ্বীনের সম্মান করা। 

অন্য অক্ষর গুলোর দ্বারা ছেলেদের সুন্দর নাম সমূহ…

০১. আ (A) দিয়ে ছেলেদের সুন্দর ইসলামিক নাম (পর্ব ১)

০২. আল্লাহর নামের সাথে “আবদ” যুক্ত নাম

০৩. ছেলেদের জনপ্রিয় ইসলামিক নাম বাংলা অর্থসহ

০৪. উ অক্ষর দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

০৫. ছেলেদের রাজকীয় নাম বাংলা অর্থসহ

প্রিয় পাঠক/পাঠিকা, আমাদের প্রকাশিত নাম ও নামের অর্থ গুলো পড়ে ভালো লাগলে তা বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন। 

Please follow our Facebook, Twitter, Instagram, Linkedin, Pinterest, Tumblr, And Youtube channels for more updates.

Leave a Comment