ডেঙ্গু জ্বর কতদিন থাকে এবং ডেঙ্গু জ্বরে করণীয় কি?

বাংলাদেশে সম্প্রতি জ্বর হওয়ার প্রবণতা বেড়েছে এবং তাহা যদি হয় আবার ডেঙ্গু তাহলে সেটা একটা বোরো আতঙ্ক। কারণ ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক হাড়ে বেড়ে যাওয়ায় এই আতঙ্ক সরিয়ে পড়েছে। তবে আতঙ্ক না হয়ে সচেতন হওয়া বেশি জরুরি বলে গবেষকরা মনে করেন। অনেকেই গুগল এ খোঁজাখুঁজি করেন ডেঙ্গু জ্বর কতদিন থাকে? মানুষের এই বিষয়ে জানার আখাঙ্খা থেকে আমরা ডেঙ্গু জ্বরের জরুরি ১০টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। এডিস এজিপ্টি একটি জীবাণুবাহী মশার নাম। এটাকে আমরা সাধারণ মানুষ ডেঙ্গু মশা’ নামেও চিনে থাকি।

ডেঙ্গু ভাইরাসবাহী এই এডিস মশা যদি কোনো মানুষকে কামরায় তাহলে ওই ক্ষত জায়গায় ব্যথা অনুভব হতে পারে বা ফুলে যেতে পারে আবার নাও পারে।

তবে কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেছেন, ডেঙ্গু মশার কামড়ে ক্ষত জায়গাটি একটি মোটর দানার আকারের মতো হতে পারে আবার তার থেকেও শত হতে পারে।

ডেঙ্গু মশা কামড়ানোর আগে একটি হুল ফুটায় এবং তার কিছুটা আগে মুহূর্তে ব্যথানাশক ঘন তরল মানুষের ত্বকের ভেতর ছড়িয়ে দেয় এবং ওই অংশটি অবশ হয়ে যায়, যার ফলে ত্বকে হুল ঢোকানোর সময় ব্যথা অনুভব হয়না। কিন্তু ব্যথানাশক ঘন তরল পদার্থের কার্যকারিতা শেষ হওয়া মাত্রই ব্যাথা অনুভব হয় এবং নির্দিষ্ট জায়গাটি ফুলে যায়। আবার কারো কারো ক্ষেত্রে এটা নাও হতে পারে।

ডেঙ্গু জ্বর কতদিন থাকে?

ডেঙ্গু জ্বরের লক্ষণ সাধারণত ২ থেকে ৭ দিন অতিবাহিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে ৭ দিন পরে জ্বর চলে যায়। বিশেষজ্ঞরা বলেছেন ডেঙ্গু জ্বর যদি ৭ দিন পরে চলে যায় তাহলে তার শরীরের রক্তের প্লাটিলেট কাউন্ট কমে যায় যার ফলে আক্রান্ত ব্যাক্তির শরীরে রক্তক্ষরণসহ নানা জটিলতা দেখা দিত পারে।

ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি?

জ্বর আসলে কোনো রোগ বা ব্যাধি হয়। এটা যেকোনো রোগের পূর্বাভাস বা রোগ বহনকারী। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে থার্মোমিটার (Thermometer) দিয়ে তাপমাত্রা পরিমাপ করে রোগ প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিতে বিশেষ ভূমিকা রাখে এই থার্মোমিটার।

ডেঙ্গু ভাইরাস সংক্রমণ চক্র
ছবিঃ ডেঙ্গু ভাইরাস সংক্রমণ চক্র।

ডেঙ্গু জ্বরের লক্ষণ:

  • উচ্চ জ্বর (40°C/104°F)
  • তীব্র মাথার যন্ত্রণা
  • চোখের পিছনে ব্যথার অনুভূতি
  • মাংসপেশি এবং অস্থি সন্ধি (bone) তে যন্ত্রণা
  • বমিভাব
  • মাথাঘোরা
  • গ্রন্থি ফুলে যাওয়া
  • ত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি
  • মশা কামড়ালেই কি ডেঙ্গু হবে?

ড. কবিরুল বাশার বলেছেন যে ডেঙ্গু মশা কামড়ালেই যে ডেঙ্গু জ্বর হবে বিষয়টি তেমন নয়। আসলে ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা যদি কোনো ব্যাক্তিকে কামরায় তাহলে সেই লোকের শরীরে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা থাকে।

আবার ডেঙ্গু ভাইরাস নাই এমন কোনো মশা যদি ডেঙ্গুতে আক্রান্ত কোনো মানুষের শরীরে বসে বা রক্ত পান করে এবং সেই মশা যদি আবার কোনো সুস্থ মানুষের শরীরে বসে তাহলে সেই মানুষের ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা থাকে।

ডেঙ্গু ভাইরাস থেকে নিরাপদে থাকার উপায়:

শহরে বা গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যায় হাসপাতালগুলো পরিপূর্ণ থাকে। আসলে আমাদের দেশে ডেঙ্গুজ্বর প্রতিরোধের সচেতনতা অনেকাংশে কম। আমরা নিরাপদে থাকতে বা ডেঙ্গুজ্বর প্রতিরোধের সচেতনতা অবলম্বনে ব্যবহার করতে পারি মশারি বা নেট, জানালা দরজা বন্ধ রাখতে পারি, মশা নাশক কোনো স্প্রে ব্যবহার করা যেতে পারে। আসা করি ডেঙ্গু জ্বর কতদিন থাকে তার সঠিক ধারণা আমরা পেয়েছি।

Read more: সেরা থার্মোমিটার যা আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষার জন্য

Please follow our Facebook, Twitter, Instagram, Linkedin, Pinterest, Tumblr, And Youtube channels for more updates.

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading