পতিপ্রাণা সাওদা, লেখক এক স্বামী পাগল নারীর জীবনের গল্প তুলে ধরেছেন। একজন স্ত্রী তাঁর স্বামীকে কি পরিমান ভালোবেসে থাকলে স্বামীর জন্য এমনটি করতে পারেন তাঁর বাস্তব উদাহরণ সাওদা। গল্পটি পড়ুন সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করতে পারবেন।
প্রতিপ্রাণা সাওদা! (স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প)
আরও দেখুন : স দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা!
সাওদার স্বামীর নাম মুস্তাফিজ। শহরের এক অফিসে চাকুরী করেন। পনের দিন পর পর বাড়িতে আসেন। স্ত্রী সাওদা ও বৃদ্ধ মা’র সাথে দেখা করার জন্যই গ্রামে আসেন। দু’দিন থাকেন। তারপর আবার চলে যান স্বীয় কর্মস্থলে।
আজ সাওদার স্বামী শহর থেকে আসবেন। দীর্ঘ পনের দিন পর প্রাণপ্রিয় স্বামীর সুন্দর চেহারাখানা দেখবে সে। তাই ভোর থেকেই আনন্দে আত্মহারা হয়ে আছে তার মন।
যথা সময়ে সাওদার স্বামী শহর থেকে এলেন।খানিক বিশ্রামের পর বরাবরের মতো এবারও প্রয়োজনীয় বাজার-সদাই করলেন।
দেখতে দেখতে মুস্তাফিজের ছুটি শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর বিদায় নিবেন তিনি। যাওয়ার সময় সামান্য পূর্বে পাশের বাড়ি থেকে একটি মুরগী কিনে সাওদার হাতে তুলে বললেন, সাওদা! আমি চলে যাওয়ার পর এটি জবাই করে মা’কে নিয়ে খেও। কেমন?
এ বলে সবার কাছে থেকে বিদায় নিয়ে মুস্তাফিজ তার কর্মক্ষেত্রে চলে গেলেন।
সাওদা স্বামীর এনে দেওয়া মুরগি জবাই করল। তারপর রান্না করে অর্ধেক শাশুড়িকে দিল। আর বাকী অর্ধেক অর্থাৎ নিজের ভাগটুকু পাতিলে যত্ন করে রেখে দিল।
সাওদার শাশুড়ী তার ভাগের গোশতগুলো সেদিনেই খেয়ে ফেলেন। কিন্তু সাওদা তার ভাগের গোশত গুলো এখনো খেতে পারেনি। কারণ, যখনই সে খেতে যায়, তার হৃদয়ের আয়নায় তখনই ভেসে ওঠে স্বামীর মায়াভরা প্রিয় মুখটি। ফলে আর খেতে পারে না সে। মনে মনে ভাবে, আমার স্বামী নিজে মুরগীটি কিনে এনেছেন। এখন তাকে ছাড়া কী করে এই মুরগীর গোশত খাই?
আমার স্বামী খাবে না অথচ আমি খাব; তা কখনো হতে পারে না। কিন্তু এখন কী করব আমি? আমার স্বামী তো আসবে সেই পনের দিন পর! এই রান্না করা গোশত এতদিন কি রাখা সম্ভব? তাছাড়া গ্রাম এলাকা। আশেপাশে ফোনের কোনো দোকানও নেই যে, তাকে ফোন করে আসতে বলব। আর চিঠি দিলে তো চিঠি পেয়ে আসতে আসতেও আন্তত পাঁচ-সাত দিন লেগে যাবে!
তাহলে এখন কী করা? অবশেষে সাওদা স্বামীকে ভালোবাসার পরম পরাকাষ্ঠাই প্রদর্শন করল। সিদ্ধান্ত নিল, স্বামীকে ছাড়া এই গোশত কিছুতেই সে খাবে না।
সেদিন থেকে সাওদা গোশত গুলো নিয়মিত জ্বাল দিয়ে রাখে। যেন নষ্ট না হয়। কষ্ট করে অন্যান্য তরকারী দিয়ে খাবার খায়। তবু সে গোশতের পাতিলে হাত দেয় না।
সাওদা যে এসব করছে, তার শাশুড়ীসহ প্রতিবেশীদের কেউই তা জানত না।
প্রতিদিন তার ঘরে গোশতের ঘ্রাণ আসে। কিন্তু গোশত রান্না করতে দেখা যায় না। তাই একদিন শাশুড়ী তাকে জিজ্ঞেস করলেন-বউমা! তোমার ঘর থেকে প্রতিদিন গোশতের ঘ্রাণ পাই। তুমি প্রতিদিন গোশত পাও কোত্থেকে?
সাওদা তার শাশুড়ীর কাছে সব কিছু খুলে বলে। বিস্তারিত শুনে তিনি দারুণ অবাক হন! বিস্ময় ভিরা দৃষ্টিতে সাওদার মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ।
আর মনে মনে ভাবেন, এরকম স্বামী ভক্ত স্ত্রী কি এখনো দুনিয়াতে আছে? সত্যি, আমার ছেলের ভাগ্য খুবই ভালো। তা না হলে এমন বউ কি সহজে কারো ভাগ্যে মিলে?
তিনি সাওদাকে বললেন-বউমা! তোমার খাওয়া তুমি খেয়ে নাও। ওর জন্য তোমাকে ভাবতে হবে না। কিন্তু এর পরেও সাওদা স্বামীকে ছাড়া ঐ মুরগীর একটি টুকরো গোশতও খেতে পারেনি।
সাওদা তার শাশুড়ীকে বলল-আম্মা! যদি মনে চায় তবে আপনি খেয়ে ফেলুন। দয়া করে আমাকে খেতে বলবেন না। আপনার কথা রাখতে না পারার জন্য আমাকে ক্ষমা করবেন।
বউমার কথা শুনে শাশুড়ী আর কিছু বললেন না।
প্রতিদিন জ্বাল দিতে দিতে গোশত একদম শুকিয়ে মজাদার কাবাবের মতো হয়ে গেছে।
এক এক করে পার হয়ে গেল পনেরটি দিন। সাওদার স্বামি বাড়ি এলেন। দীর্ঘ পথ সফর করে আসার কারণে শরীরটা বেশ ক্লান্ত। তাই এসেই বিশ্রামের জন্য শুয়ে পড়লেন।
একে তো ক্লান্ত শরীর। তদুপরি গতরাতে ভালো ঘুম হয়নি। তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলেন তিনি।
এদিকে স্বামীর জন্য খাবার প্রস্তুত করে সাওদা এসে দেখল তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু গরমের কারণে গোটা শরীর থেকে ঘাম ঝরছে। বাড়ীতে বিদ্যুৎ না থাকায় ইলিক্ট্রিক পাখারও কোনো ব্যবস্থা ছিল না। তাই সে পাশে বসে পাখা হাতে নিয়ে স্বামীকে বাতাস করল। সেই সাথে পরম মমতায় বামহাতের আঙ্গুলি দিয়ে তার মাথায় বিলি কাটতে লাগল।
ঘন্টাখানেক বিশ্রাম করার পর মুস্তাফিজ ঘুম থেকে জেগে দেখল, সাওদা এক হাতে তাকে বাতাস করছে এবং অন্য হাতে মাথায় বিলি কাটছে। তা দেখে মুস্তাফিজ খুশী হয়ে বলল, সাওদা! আসলেই তোমার মতো স্ত্রী হয় না!
তোমাকে পেয়ে সত্যিই আমি মহা সৌভাগ্যবান!!
এ বলে মুস্তাফিজ বাথরুমে গেলেন। দেখলেন, সেখানে কিছুক্ষণ আগে আনা টিউবওয়েলের ঠান্ডা পানি রয়েছে। সেই সাথে রয়েছে বসে বসে হাত-মুখ ধোয়ার জন্য ছোত চৌকী ও ঘ্রাণ সাবানের সুনিপুণ ব্যবস্থা। তাছাড়া বাথরুমের ঝকঝকে তকতকে অবস্থা তো আছেই।
এসব সুন্দর ও সুচারু ব্যবস্থাপনা দেখে তিনি স্ত্রীর উপর আবারো খুশী হলেন। মন থেকে তাকে দোয়া দিলেন। তারপর হাত-মুখ ধুয়ে বাথরুম থেকে আসতেই সাওদা তার নিজ হাতে পরম আন্তরিকতার সাথে স্বামীর হাত-মুখ ও পা মুছে দিল। সেই সঙ্গে বলল, আমার আজ বড়ই খুশী লাগছে!
মুস্তাফিজ বললেন, কারণ?
কারণ কি আর খুলে বলতে হয়! সে তো আপনি জানেনই!! তবে আমার খুশী হওয়ার আরেকটি কারণ হলো, আপনার খেদমত করার সুযোগ পাওয়া। বিশ্বাস করুণ , আমার মনে চায়, আপনি সব সময় আমার পাশে থাকেন আর আমি আপনার সকল প্রকার খেদমত আঞ্জাম দেই। আপনাকে নিজ হাতে প্রতিদিন ফরয গোসল করিয়ে দেই। নিজ হাতে লুকমা দিয়ে খানা খাওয়াই। নিজেই পোশাক-আশাক ও জুতো পরিয়ে দিই। আর ঘন্টার পর ঘন্টা বাতাস করি ও মাথায় বিলি কাটি। আপনার আদেশ-নিষেধ গুলো অক্ষরে অক্ষরে সময় মতো আদায় করি। আহ! সবসময় এমনভাবে আপনার খেদমত করতে পারতাম, তবে নারীজীবন স্বার্থক হতো। স্ত্রী হিসেবে আমার দ্বারা আপনার হক কিছুটা হলেও আদায় হতো। সেই সাথে আমার কলিজা ঠান্ডা হতো। আসলে সত্যি বলতে কি, পনের দিন পরপর দু,দিন খেদমত করে আমার খেদমতের সাধ মিটে না। মনে হয়, এই সামান্য সময়ের খেদমত দ্বারা স্বামীর হক কিছুই আদায় হয় না!!
সাওদার এসব কথা শুনে মুস্তাফিজ বিস্মিত হন এবং তার ভাগ্যে এমন স্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তারপর সাওদাকে বলেন-সাওদা! ঘরে কিছু খাবার আছে কি? আমার খুব ক্ষুধা পেয়েছে। সাওদা বলল-আমি তো আপনি আসার সাথে সাথে খাবার রেডি করে বসে আছি। কিন্তু আপনি ঘুমিয়ে গেছেন দেখে ডাকাডাকি করলাম না। আসুন, ঐ রুমে। খাবার প্রস্তুত।
খেতে বসে প্লেটে মুরগীর গোশত দেখে মুস্তাফিজ বল্লেন-সাওদা! এই গোশত কোত্থেকে পেয়েছ? খেতে খুব স্বাদ লাগছে। আমার জীবনেও এত মজাদার গোশত খাইনি। এবার সাওদা স্বীয় ঠোঁটে একটু মুচকি হাসির রেখা টেনে বলে- আপনি শহরে যাবার দিন যে মুরগীটা কিনে দিয়ে গিয়েছিলেন, এটা সেই মুরগীই গোশত!
এ কথা শুনে মুস্তাফিজ যেন আকশ থেকে পড়ল। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সাওদার অবয়ব পানে। তারপর বলল, সেই মুরগীর গোশত এখনো কিভাবে রইল?
সাওদা সবকিছু খুলে বলল স্বামীর কাছে। এসব শুনে মুস্তাফিজ যারপর নাই খুশি হলেন। আনন্দ আর সুখে ভরে গেল তার হৃদয়-মন। মনের অজান্তেই বলে উঠলেন-সাওদা! তুমি আমাকে এত ভালোবাস? আমার জন্য এত ভালোবাসা তোমার হৃদয়ে? এত মায়া! এত মহব্বত? তোমার স্ত্রী পেয়ে আমার জীবন ধন্য। কতই না ভালো হতো, যদি পৃথিবীর সমস্ত স্ত্রীদের হৃদয়ে তাদের স্বামীর প্রতি এরূপ ভালোবাসা থাকত! আল্লাহ তাআলা তোমাকে জাজায়ে খায়ের দান করুণ।
মুস্তাফিজ আহার করতে করতে সাওদার সাথে কথা বলছিলেন। পেটে বেশি ক্ষুধা থাকায় সাওদা খেয়েছে কি না তাও জিজ্ঞেস করতে ভুলে গিয়েছেন। হঠাৎ তার মন বলে উঠল-হায়! সাওদা আমাকে গোশত দিল আর অমনি আমি খাওয়া শুরু করলাম, সাওদা খেয়েছে কিনা একটিবারও তা জিজ্ঞেস করলাম না। এ কেমন বোকামী করলাম আমি? এমনও তো হতে পারে যে, সাওদা না খেয়ে আমার জন্য রেখে দিয়েছে।
মুস্তাফিজ সাওদার দিকে তাকিয়ে বলল-সাওদা! তুমি কি গোশত খেয়েছ? এবার সাওদা মুস্তাফিজকে একগাল হাসি উপহার দিয়ে বলল-না, খাইনি। ভেবেছিলাম, আপনি তৃপ্তিসহ আহারের পর যদি অবশিষ্ট থাকে তবে খাব। নচেৎ নয়! কারণ আপনার খাওয়াই আমার খাওয়া!!
মুস্তাফিজ আবারো অবাক হলেন। বল্লেন-সত্যিই তুমি অতুলনীয়। তোমার কোন তুলনা হয় না সাওদা। এসো আমার সাথে খাও! আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব!!
খাওয়া দাওয়া শেষ করে মুস্তাফিজ সাওদাকে বললেন-সাওদা! তোমার ব্যবহারে আমি যারপরনাই খুশী হয়েছি। পুলকিত হয়েছি। আনন্দিত হপ্যেছি। আমার সাধ্যের মধ্যে তুমি যা-ই চাইবে, আমি তোমাকে তা-ই দিব।
বলো, তুমি আমার কাছে কি চাও? স্বর্ণালংকার? দামী শাড়ী? জুতো? সাজ-সজ্জার কোনো সরঞ্জাম?
সাওদা বলল-আমি যা চাই, সত্যিই তা দিবেন?
মুস্তাফিজ বল্লেন-হ্যাঁ, তুমি যা চাইবে তাই দিব।
মুস্তাফিজ ভেবেছিলেন, সাওদা হয়তো স্বর্ণালংকার বা এ জাতীয় দামী কোন জিনিস চাইবে। কিন্তু না, মুস্তাফিজের ভাবনাকে মিথ্যা করে দিয়ে সাওদা এমন এক জিনিস চাইল যা শুনে তিনি আবারো আশ্চর্যান্বিত হলেন। সেই সাথে খুশিতে বাগবাগও হলেন।
সাওদা মুস্তাফিজকে বলল- আমি টাকা চাই না, স্বর্ণালংকার চাই না, দামী শাড়ী চাই না, নতুন জুতা চাই না, সাজগোছের আসবাবও চাই না; আমি শুধু আমার প্রিয় স্বামীর ভালোবাসা ও তার হৃদয়ে একটু স্থান চাই। আমার স্বামীর সুখে সুখী ও স্বামীর দুঃখে দুঃখী হতে চাই। এর চেয়ে বেশি আর কিছুই চাওয়ার নেই আমার।
প্রিয় পাঠক পাঠিকা! সাওদার মতো স্ত্রী যে স্বামীর ভাগ্যে জোটে তিনি তো সত্যি মুকুটবিহীন সম্রাট। তিনি তো জান্নাতী সুখ লাভ করবেন দুনিয়াতেই। আল্লাহ পাক সকল পুরুষকে সাওদার মতো পতিপ্রাণা স্ত্রী নসীব করুণ। আমীন।
লেখকঃ মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম (আদর্শ স্বামী স্ত্রী ২)
এরপর পড়ুন : স্বামী বশীকরণ তাবিজ!
For more update please follow our Facebook, Twitter, Instagram , Linkedin , Pinterest , Tumblr And Youtube channel.